আজও ঝড় তুললেন সাকিব-ইফতেখার

Ayesha Siddika | আপডেট: ২০ জানুয়ারী ২০২৩ - ১০:৪৫:৪৩ পিএম

স্পোর্টস ডেস্ক : চলতি বিপিএলে দেখা যাচ্ছে অন্য এক সাকিবকে। ব্যাট হাতে তিনি ভয়ংকর সুন্দর। ভীষণ আগ্রাসী, প্রতিপক্ষ বোলারদের স্রেফ কচুকাটা করে দেন। আজও চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে তার ব্যাটে উঠল ঝড়। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এছাড়া বরিশালের গত ম্যাচের সেঞ্চুরিয়ান ইফতেখার আহমেদও ঝড়ো ব্যাটিং করেছেন। দুজনের ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান তুলেছে ফরচুন বরিশাল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১১ রানে প্রথম উইকেট হারায় বরিশাল। সাইফ হাসান ফিরেন ১০ রানে। অপর ওপেনার এনামুলও ৬ রানের বেশি করতে পারেননি। দুজনের ক্যাচ নিয়েছেন তাসকিন। ১৭ রান করা মেহেদি মিরাজকে দারুণ একটা বলে বোল্ড করেন নাসির হোসেন।

কিউটিভি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/রাত ১০:৪৫

▎সর্বশেষ

ad