ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ডোনাল্ড লু বিএনপির সঙ্গে কথা না বলার বিষয়ে যা বললেন গয়েশ্বর

Ayesha Siddika | আপডেট: ২০ জানুয়ারী ২০২৩ - ১০:৪০:৪১ পিএম

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় দুই দিনের সফরে এসে বিএনপির সঙ্গে কেন বৈঠকে বসেননি- তা নিয়ে কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ডোনাল্ড লু’র বাংলাদেশ সফর প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কয়েক দিন আগে ডোনাল্ড লু এসেছিলেন। সরকারের মন্ত্রীদের সঙ্গে কথা বলল, অথচ বিএনপির সঙ্গে কথা বলেননি। এতে হয়ত আপনাদের কারো মন খারাপ হতে পারে। দেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গেই তিনি কথা বলেননি। 

এর পক্ষে যুক্তি তুলে ধরে বিএনপির নীতিনির্ধারণী ফোরামের সদস্য গয়েশ্বর বলেন, ‘যখন পুলিশ কোনো অপরাধের তদন্তে আসে, যার অপরাধ তার তদন্তে আসে। গণতন্ত্রের ডাকাত তো বর্তমান সরকার, গণতন্ত্রের ডাকাত তো বিএনপি না- এখানে তো বিএনপির সঙ্গে কথা বলা জরুরি না। কথা বললে তো সরকারের সঙ্গেই বলবে।’শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কারাবন্দি এবিএম মোশাররফ হোসেনের মুক্তির দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। 

গয়েশ্বর এ বিষয়ে আরও বলেন, কানে কানে কী বলছে, যদিও স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিল, তা ধরা পড়ল ঢাকায় রাষ্ট্রদূতের বিবৃতির মাধ্যমে যে- এমন কোনো কথা হয়নি। তারা বলেছে, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার পর বিচারবহির্ভূত হত্যা হ্রাস পেয়েছে। এ নিষেধাজ্ঞাকে তারা জাস্টিফাই করল। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ও ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনের দায়িত্ব দেশের মানুষ নিয়েছে বলেও এ সময় মন্তব্য করেন গয়েশ্বর।

বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন হয়, সেই নির্বাচন যুক্তরাষ্ট্র বাংলাদেশে দেখতে চায়- সেই বার্তা দিতেই ডোনাল্ড লু বাংলাদেশ সফর করেছেন।’গয়েশ্বর বলেন, ‘আমরাও তো জনগণের ভোট চাই। পুলিশ, সন্ত্রাসী ও গুণ্ডার ভোট চাই না। এই রাজনীতিটা অনেক দিন থেকে করে এসেছি। এখন জনগণও বুঝতে পেরেছে। তারাও তাদের ভোটাধিকার ফিরে পেতে রাজপথে নেমেছে। এখন এ আন্দোলন শুধুমাত্র আমাদের হাতে নেই। আন্দোলনের দায়িত্ব জনগণ নিয়ে নিয়েছে। জনগণের চাহিদা অনুযায়ী সঠিক নেতৃত্ব দেওয়া গেলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যাবে; এ সরকারকে পদত্যাগ করতেই হবে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘ফয়সালা রাজপথেই হবে। শেখ হাসিনাকে শক্তিশালী ভাবার কোনো কারণ নেই। জনগণের সামনে কোনো শক্তিই শক্তি নয়। পাকিস্তানের প্রশিক্ষিত সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে এ দেশের অর্ধ-প্রশিক্ষিত জনগণের কাছে। আপনারা আবার ইতিহাস সৃষ্টি করবেন।’
  
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘কানে কানে নানা দলের কাছে আসন দেওয়া বা বিক্রি করাসহ কিছু খুচরা কথা আসতে পারে। এ কথা বিশ্বাস না করে চুপচাপ থাকবেন। আমরা যদি আমাদের আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে পারি তাহলে রক্তাক্ত হতে হবে না, কাউকে রক্তাক্ত করতেও হবে না। শত উসকানিকে উপেক্ষা করে আমাদের লক্ষ্যে পৌঁছে যাব।’ 

ঢাকার কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত সভায় গাজী মুহাম্মদ তৌহিদ সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন- বিএনপি নেতা আবদুস সালাম, আজিজুল বারী হেলাল, আকন কুদ্দুসুর রহমান, হায়দার আলী খান লেলিন, স্নেহাংশু সরকার কুট্টি, ছাত্রদলের তানজিল হাসান প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/রাত ৯:৫৮

▎সর্বশেষ

ad