ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

মেসি বনাম রোনাল্ডো— জিতল কে?

Ayesha Siddika | আপডেট: ২০ জানুয়ারী ২০২৩ - ১২:৪৯:২০ পিএম

স্পোর্টস ডেস্ক : পিএসজির বিপক্ষে বহুল আকাঙ্ক্ষিত ম্যাচে নেমেছিল সৌদি আরবের আল নাসর ক্লাব। তবে পিএসজির সঙ্গে পেরে উঠল না রোনাল্ডোর এ ক্লাব। ৫-৪ গোলে জিতল মেসি, এমবাপ্পে ও নেইমারের পিএসজি। খবর আলজাজিরার। ম্যাচের ৩ মিনিটের মাথায় গোল করেছেন মেসি। শুরুটা করেছিলেন আর্জেন্টাইন তারকা। তার পর রোনাল্ডোর দাপট। জোড়া গোল করলেন তিনি। গোল পেলেন কিলিয়ান এমবাপ্পেও। তবে ব্রাজিলের সুপারস্টার নেইমারের পেনাল্টি মিস ছাড়া পুরো ম্যাচটাই রঙিন হয়ে থাকল। ছুটল গোলের ফোয়ারা। হলো ৯ গোল। তবে সৌদি অল স্টার একাদশকে ৫-৪ হারাল ১০ জনের পিএসজি।

মেসি, রোনাল্ডো, এমবাপ্পে— প্রত্যেকে রিয়াদের ফুটবল ভক্তদের মুগ্ধ করার জন্য এক ঘণ্টা সময় পেয়েছিলেন। এবং তারা হতাশ করেননি। স্টেডিয়াম ছিল কানায় কানায় ভর্তি। 

ম্যাচের শুরু থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রদর্শনী ম্যাচ হলে কী হবে, মেসি-রোনাল্ডোদের কাছে এটি ছিল সম্মান রক্ষার লড়াইও। ৩ মিনিট গড়ানোর আগেই মেসির গোল দিয়ে শুরু হয় খেলা। নেইমারের নিখুঁত পাস ধরে মেসির দুরন্ত গোল। ১-০ এগিয়ে গিয়ে বেশি আক্রমণে উঠতে দেখা যায় পিএসজিকে। মাঝে নেইমার সহজ সুযোগ নষ্ট করেন। কিন্তু মেসির পাস থেকে এমবাপ্পে ১৯ মিনিটে ২-০ করলেও আফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

এর পরেই রোনাল্ডোরা খেলায় ফেরেন। ৩৪ মিনিটে সমতা ফেরায় সৌদি অল স্টার একাদশ। বক্সের মধ্যে পিএসজি গোলরক্ষক নাভাস ফাউল করেন রোনাল্ডোকে। পেনাল্টি থেকে গোল করেন রোনাল্ডো। এর মাঝেই ধাক্কা খায় পিএসজি। ৩৮ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জুয়ান বার্নেট। ১০ জন হয়ে যায় পিএসজি। তবে তারা হাল ছাড়েনি। ৪৩ মিনিটের মাথায় এমবাপ্পের ক্রস থেকে দ্বিতীয় গোল করেন মারকুইনোস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নেইমারকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় পিএসজি। কিন্তু নেইমারের দুর্বল শট বাঁচিয়ে দেন আল-ওয়াইসি।

বিরতির বাঁশি বাজার ঠিক আগে রোনাল্ডো ফের সমতায় ফেরান। বক্সের বাইরে থেকে রোনাল্ডো ফ্রিকিক নিলে, তার শট ওয়ালে লেগে ফিরে এলেও, সার্জিও রামোসের ভুলে ফিরতি বলেই গোল করেন সিআর সেভেন।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুর দিকে নিজে গোল করে ভুল সংশোধন করে নেন রামোস। এমবাপ্পের ক্রস থেকে গোল করে দলকে ৩-২ এগিয়ে দেন তিনি। রোনাল্ডোরা অবশ্য ৫৭ মিনিটের মাথায় আবার সমতা ফেরান। দক্ষিণ কোরিয়ার জাং এবার গোল করেন। তবে ২ মিনিট পরে বক্সের মধ্যে মেসির শটে হাত লাগিয়ে পেনাল্টি দেন সৌদির ডিফেন্ডার। এবার পেনাল্টি নিতে যান এমবাপ্পে। গোল করতে কোনো ভুল করেননি ফরাসি তারকা।

তবে খেলার রঙ ফিকে হয়ে যায়, যখন ৬০ মিনিটের পর মেসি, এমবাপ্পে, রোনাল্ডো এবং নেইমারকে তুলে নেওয়া হয়। এর পরও ৭৭ মিনিটের মাথায় পিএসজির হয়ে আরও একটি গোল করেন হুগো একিটিকে। খেলার অতিরিক্ত সময়ে সৌদির ক্লাবের হয়ে চার নম্বর গোল করেন ট্যালিস্কা। তবে ম্যাচটি পিএসজি ৫-৪ জিতে যায়।

 

 

কিউটিভি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৪৪

▎সর্বশেষ

ad