
স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে রবিবার রাতে মুখোমুখি হয়েছিল টটেনহ্যাম ও আর্সেনাল। টটেনহ্যামের ঘরের মাঠে ২-০ গোলে জিতেছে গানাররা। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো মজবুত করেছে আর্সেনাল। তবে ম্যাচের ফলাফল চাপিয়ে গেছে অন্য একটি বিষয়। আর্সেনালের গোলরক্ষক অ্যারন র্যামসডেলকে লাথি মেরেছে এক টটেনহ্যাম সমর্থক।
এমন ঘটনার জন্য ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে টটেনহ্যাম। বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাচ শেষে আমাদের এক সমর্থক আর্সেনালের গোলরক্ষককে লাথি মেরেছে। এই ঘটনায় আমরা ক্ষমাপ্রার্থী। ফুটবলে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। দোষী সমর্থকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশকে পুরো বিষয়টা জানানো হয়েছে। কোনোভাবে ছাড় দেওয়া হবে না অপরাধীকে।’
পৃথক বিবৃতি দিয়েছে প্রিমিয়ার লিগও। তারা বলেছে, ‘টটেনহ্যাম ও আর্সেনালের ম্যাচে যে ঘটনা ঘটেছে তা হওয়া উচিত ছিল না। ফুটবলে হিংসার কোনো জায়গা নেই। ফুটবলারদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই ধরনের ঘটনা কেউ ঘটালে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’
কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০০