আরও একবার কিশোর-জীবনের ‘নিখোঁজ সংবাদ’

Ayesha Siddika | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ - ০৮:২০:৪৫ পিএম

বিনোদন ডেস্ক : দুজনেই তখন সংগীতের নবীন মুখ। চোখজুড়ে অন্তহীন স্বপ্ন, আর হৃদয়ে নতুন কিছু সৃষ্টির অদম্য স্পৃহা। কথায় কথায় দুজন মিলে তৈরি করলেন ‘নিখোঁজ সংবাদ’। না, কেউ হারিয়ে যায়নি। এটি আসলে তাদের গান। ২০০৮ সালে প্রকাশিত কিশোর দাসের প্রথম একক অ্যালবামের টাইটেল গান। লিখেছেন রবিউল ইসলাম জীবন। দেড় যুগের সেই গান সম্প্রতি পুনরায় নতুন আঙ্গিকে প্রকাশ করলেন কিশোর। আর ওমনি দুজন ফিরে গেলেন দেড় যুগ আগের স্মৃতিতে।

অবশ্য গানটি যখন জীবন রচনা করেছিলেন, তখন জানতেন না এটিই কিশোরের অ্যালবামের টাইটেল গান হবে। যখন খবরটি শুনেছিলেন, আনন্দে উড়ে যায় রাতের ঘুম। কিশোর দাসের মনেও নানা স্মৃতি, উচ্ছ্বাস। বললেন, “এটা আমার প্রথম অ্যালবামের গান, আবার এটিই কুমার বিশ্বজিৎ স্যারের সুর করা আমার জীবনের প্রথম গান। এই গানই বন্ধু রবিউল ইসলাম জীবনের লেখা আমার গাওয়া প্রথম গান। আমার জীবনের অনেকগুলো ‘প্রথম’ এই গানের হাত ধরে। তাই প্রায় ১৭ বছর পরে গানটি আবার নতুন অ্যারেঞ্জমেন্ট করে শ্রোতাদের সামনে আনলাম। আমার কাছে এ গান অনেক নষ্টালজিক একটা ব্যাপার।”নতুন সংগীতায়োজনে গানটি কিশোরের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

 

 

আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:০৪

▎সর্বশেষ

ad