
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে বিধ্বংসী এক ইনিংস খেলেছে বিরাট কোহলি। ১১০ বল মোকাবেলা করে খেলেছেন ১৬৬ রানের অপরাজিত ইনিংস। তাতে পেয়ে গেছেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ৪৬তম শতকের। শচিন টেন্ডুলকারের ৪৯টি শতকের মাইলফলক ছুঁতে দরকার আর মাত্র তিনটি শতক। তবে অন্য একটি রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন ক্রিকেটের লিটল মাস্টারকে।
৩৯১ রানের লক্ষ্যে শ্রীলঙ্কা লড়াইটা কেমন করে সেই প্রশ্ন ঘুরে ফিরছিল ইনিংস বিরতিতে। উত্তর মিলেছে দেড় ঘণ্টায়। মাত্র ৭৩ রানে লঙ্কানদের ধসিয়ে দিয়ে ওয়ানডেতে রেকর্ড গড়া জয় উপহার দিল ভারত। ভারতের এমন রেকর্ড গড়া জয়ের দিনে উজ্জ্বল বিরাট কোহলি। কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন নির্দিষ্ট এক দেশের বিপক্ষে বেশি সেঞ্চুরির রেকর্ডে। দেশের মাটিতেও সেঞ্চুরির রেকর্ডেও ছাড়িয়ে গেছেন কিংবদন্তিকে।
অর্জন আরও আছে কোহলির। ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় একধাপ ওপরে উঠেছেন। ১২৬৫০ রান করা সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে টপকে ১২৭৫৪ রান করেছেন কোহলি। তার সামনে ১৩৪৩০ রান করা সনাথ জয়াসুরিয়া।
কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:১৮