ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

যে রেকর্ডে শচিনকে ছাড়িয়ে গেলেন কোহলি

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৩ - ১২:১৮:৩৮ পিএম

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে বিধ্বংসী এক ইনিংস খেলেছে বিরাট কোহলি। ১১০ বল মোকাবেলা করে খেলেছেন ১৬৬ রানের অপরাজিত ইনিংস। তাতে পেয়ে গেছেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ৪৬তম শতকের। শচিন টেন্ডুলকারের ৪৯টি শতকের মাইলফলক ছুঁতে দরকার আর মাত্র তিনটি শতক। তবে অন্য একটি রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন ক্রিকেটের লিটল মাস্টারকে।

৩৯১ রানের লক্ষ্যে শ্রীলঙ্কা লড়াইটা কেমন করে সেই প্রশ্ন ঘুরে ফিরছিল ইনিংস বিরতিতে। উত্তর মিলেছে দেড় ঘণ্টায়। মাত্র ৭৩ রানে লঙ্কানদের ধসিয়ে দিয়ে ওয়ানডেতে রেকর্ড গড়া জয় উপহার দিল ভারত। ভারতের এমন রেকর্ড গড়া জয়ের দিনে উজ্জ্বল বিরাট কোহলি। কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন নির্দিষ্ট এক দেশের বিপক্ষে বেশি সেঞ্চুরির রেকর্ডে। দেশের মাটিতেও সেঞ্চুরির রেকর্ডেও ছাড়িয়ে গেছেন কিংবদন্তিকে।

শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি নয়টি করে সেঞ্চুরি নিয়ে নেমেছিলেন কোহলি। শচিনেরও এই প্রতিপক্ষের সঙ্গে ৯ সেঞ্চুরি আছে। ম্যাচ শেষে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো এক দলের বিপক্ষে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন কোহলির। শ্রীলঙ্কার বিপক্ষে শচিনেরও ৯টি সেঞ্চুরি ছিল। কোহলি এই রেকর্ডের পাশাপাশি আরেকটি রেকর্ডে মাস্টার ব্লাস্টারকে পেছনে ফেলেছেন। ওয়ানডেতে ভারতের মাটিতে সবচেয়ে বেশি ২১ সেঞ্চুরির রেকর্ড কোহলির। ওয়ানডেতে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি করা শচিন থেকে আর তিনটি শতক দূরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

অর্জন আরও আছে কোহলির। ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় একধাপ ওপরে উঠেছেন। ১২৬৫০ রান করা সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে টপকে ১২৭৫৪ রান করেছেন কোহলি। তার সামনে ১৩৪৩০ রান করা সনাথ জয়াসুরিয়া।

 

 

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:১৮

▎সর্বশেষ

ad