ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

‘দৃশ্যমান অগ্রগতির কারণে নতুন নিষেধাজ্ঞা আসেনি’

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৩ - ১১:৩৭:৩৩ এএম

ডেস্ক নিউজ : মানবাধিকারের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতির কারণে র‌্যাব সদস্যদের ওপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র। রবিবার (১৫ জানুয়ারি) বিকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ঢাকায় চ্যানেল টুয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, অগ্রগতি না থাকলে র‌্যাবের ওপর আরো নিষেধাজ্ঞা আসত।

তিনি বলেন, ‘আমি আজ আমাদের অংশীদারদের (বাংলাদেশের প্রতিনিধিদের) বলেছি, অন্যান্য নিষেধাজ্ঞার মতো র‌্যাবের নিষেধাজ্ঞার বার্ষিকীতেও আমরা র‌্যাবের আরো সদস্যের ওপর নিষেধাজ্ঞা দিতাম। কিন্তু আমরা তা করিনি। কারণ আমরা স্বীকার করি, সংস্কারের ক্ষেত্রে সরকার ও র‌্যাব নিজেও অগ্রগতি করেছে।’গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র ২০২১ সালের ১০ ডিসেম্বর র‌্যাব ও এর সঙ্গে সম্পৃক্ত কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে রবিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের পর ডোনাল্ড লু সাংবাদিকদের বলেন, মানবাধিকারের ক্ষেত্রে র‌্যাবের উন্নতি হয়েছে। র‌্যাবের বিষয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড লু সাংবাদিকদের বলেন, ‘র‌্যাবের বিষয়ে বেশ ভালো আলোচনা হয়েছে। আপনারা যদি এ সপ্তাহে প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি দেখেন, সেখানে বিষয়টি স্বীকার করা হয়েছে। আর আমরাও স্বীকার করি, বিচারবহির্ভূত হত্যা কমানোর ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে।’

র‌্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ কমে আসা প্রসঙ্গে ডোনাল্ড লু বলেন, ‘এটি অসাধারণ কাজ। এ থেকে প্রতিফলিত হয়েছে, মানবাধিকারকে সম্মান দেখিয়েই র‌্যাব তার গুরুত্বপূর্ণ কাজ সন্ত্রাস মোকাবেলা ও আইন প্রয়োগ করতে সক্ষম।’এদিকে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে রবিবার দুপুরে ডোনাল্ড লুর সঙ্গে আলোচনার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত থাকলে র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড লু। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার জটিল প্রক্রিয়া। তবে ভবিষ্যতে এ নিষেধাজ্ঞা দূর হবে। যুক্তরাষ্ট্র র‌্যাব ইস্যুতে বাংলাদেশ সঠিক প্রক্রিয়ায় এগোচ্ছে। এতেই মীমাংসা হবে। উল্লেখ্য, ডোনাল্ড লু দু’দিনের সফর শেষে রবিবার রাতে ঢাকা ছাড়েন।

 

 

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৩৩

▎সর্বশেষ

ad