
আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে রুখতে জোট গড়তে যাচ্ছে সর্বভারতীয় কংগ্রেস এবং ভারতীয় কমিউনিস্ট পার্টি-মার্কসবাদী (সিপিআইএম)। তাদের সঙ্গে যোগ দিচ্ছে আদিবাসী তিপ্রা মথা দল। আগামী ফেব্রুয়ারিতে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তিপ্রা মথার নেতা ত্রিপুরার রাজবংশের নেতা প্রদ্যুত কিশোর দেববর্মা। তিনি বর্তমানে ত্রিপুরার আাাদিবাসী অঞ্চলের স্বায়ত্তশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) নেতৃত্বে রয়েছেন। তবে তার সংগঠনের পক্ষ থেকে আসন ভাগাভাগি বা জোট গঠন নিয়ে কিছু বলা হয়নি। প্রদ্যুত কিশোর নিজেও জোট ইস্যুতে কোনো মন্তব্য করেননি।
সিপিআইএমের ঘোষণার প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, ‘যেকোনো গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দলই এটা করবে। একইসঙ্গে দেশের বিশেষ করে ত্রিপুরার জনগণের স্বার্থে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্র করতে এবং সাম্প্রদায়িক ও বিরোধীদের পরাজিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।’ গত মঙ্গলবার অনুষ্ঠিত ত্রিপুরা রাজ্য কমিটির দীর্ঘ বৈঠকের পর সিপিআইএমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, ‘আসন্ন বিধানসভা নির্বাচন শুধু ত্রিপুরার জন্যই নয়, গণতন্ত্র এবং আইনের শাসন ও সংবিধানের স্বার্থের জন্যও গুরুত্বপূর্ণ। এটি উত্তর-পূর্ব, উন্নয়ন ও জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ।’
এ সময় ইয়েচুরি আরও বলেন, ‘বিজেপিকে পরাজিত করা অপরিহার্য। তাদের দ্বিতীয়বার রাজ্যের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আমাদের লক্ষ্য হলো সব ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্য তৈরি করা যাতে ত্রিপুরার জনগণের স্বার্থে এবং আইন ও সংবিধানের শাসনের জন্য বিজেপির পরাজয় নিশ্চিত করা যায়।’
সূত্র: হিন্দুস্তান টাইমস
কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/রাত ৮:৩৮