ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ত্রিপুরায় বিজেপিকে হারাতে একজোট কংগ্রেস, সিপিআইএম ও তিপ্রা মথা

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ০৮:৪৭:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে রুখতে জোট গড়তে যাচ্ছে সর্বভারতীয় কংগ্রেস এবং ভারতীয় কমিউনিস্ট পার্টি-মার্কসবাদী (সিপিআইএম)। তাদের সঙ্গে যোগ দিচ্ছে আদিবাসী তিপ্রা মথা দল। আগামী ফেব্রুয়ারিতে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তিপ্রা মথার নেতা ত্রিপুরার রাজবংশের নেতা প্রদ্যুত কিশোর দেববর্মা। তিনি বর্তমানে ত্রিপুরার আাাদিবাসী অঞ্চলের স্বায়ত্তশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) নেতৃত্বে রয়েছেন। তবে তার সংগঠনের পক্ষ থেকে আসন ভাগাভাগি বা জোট গঠন নিয়ে কিছু বলা হয়নি। প্রদ্যুত কিশোর নিজেও জোট ইস্যুতে কোনো মন্তব্য করেননি।

সিপিআইএমের ঘোষণার প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, ‘যেকোনো গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দলই এটা করবে। একইসঙ্গে দেশের বিশেষ করে ত্রিপুরার জনগণের স্বার্থে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্র করতে এবং সাম্প্রদায়িক ও বিরোধীদের পরাজিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।’ গত মঙ্গলবার অনুষ্ঠিত ত্রিপুরা রাজ্য কমিটির দীর্ঘ বৈঠকের পর সিপিআইএমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, ‘আসন্ন বিধানসভা নির্বাচন শুধু ত্রিপুরার জন্যই নয়, গণতন্ত্র এবং আইনের শাসন ও সংবিধানের স্বার্থের জন্যও গুরুত্বপূর্ণ। এটি উত্তর-পূর্ব, উন্নয়ন ও জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ।’

এ সময় ইয়েচুরি আরও বলেন, ‘বিজেপিকে পরাজিত করা অপরিহার্য। তাদের দ্বিতীয়বার রাজ্যের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আমাদের লক্ষ্য হলো সব ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্য তৈরি করা যাতে ত্রিপুরার জনগণের স্বার্থে এবং আইন ও সংবিধানের শাসনের জন্য বিজেপির পরাজয় নিশ্চিত করা যায়।’ 
সূত্র: হিন্দুস্তান টাইমস

 

কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/রাত ৮:৩৮

▎সর্বশেষ

ad