ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

দুই সপ্তাহের মধ্যে বাকি শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে বই: শিক্ষামন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৩ - ০৭:২৭:২৪ পিএম

ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে বাকি শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে বিনামূল্যের বই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন বিজ্ঞান ও প্রযুক্তির বাস্তব প্রয়োগের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের এগিয়ে যাচ্ছে। আজ রবিবার ‘ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (এনএএমই-২০২৩)’ শীর্ষক দুইদিনের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশ এখন বিশ্বে মানবিক বাংলদেশ হিসেবে সমাদৃত, সেই মানবিকতা বজায় রেখে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বেই সেটি সম্ভব। দুপুরে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. টাডাহিরো কামেডা, কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. জাভেদ হোসেন খান বক্তব্য রাখেন।

সম্মেলনে যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাতসহ দেশ-বিদেশের প্রায় ২৫০ জন শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক অংশগ্রহণ করেছেন। সম্মেলনে তারা ‘অ্যাডভান্স ম্যাটেরিয়ালস ফর এনার্জি, ফুড সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট, ন্যানো ইলেকট্রনিক্স অ্যান্ড ফটোনিকস, ন্যানো-টেকনোলজি অ্যানেঁমাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স, বা ম্যাটেরিয়ালস অ্যান্ড মেডিকেল ডিভাইসসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১৫২টি প্রবন্ধ ও পোস্টার উপস্থাপন করেন।

পরে সেরা প্রবন্ধ ও পোস্টার উপস্থাপনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন শিক্ষামন্ত্রী। সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও বছরের প্রথম দিনে শতকরা আশি ভাগ নতুন বই দেয়া সম্ভব হয়েছে। বাকি বইগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে।

 

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২৫

▎সর্বশেষ

ad