ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে উত্তর কোরিয়ার ড্রোন

Anima Rakhi | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৩ - ১০:০৫:০৭ এএম

উত্তর কোরিয়ার একটি ড্রোন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ঢুকে পড়ে।

দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা ঘটনার সপ্তাখানেক পর একথা স্বীকার করেছেন। খবর রয়টার্সের।

দক্ষিণ কোরিয়ার আকাশে উত্তর কোরিয়ার ৫টি ড্রোনের অনুপ্রবেশ সিউলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা ফুটিয়ে তুলেছে।

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। উত্তর কোরিয়ার একটি ড্রোন সপ্তাখানেক আগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের আকাশে পরিভ্রমণের পর নিরাপদে গন্তব্যে ফিরে গেছে।

রুশ বার্তা সংস্থা স্পুৎনিক দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে উত্তর কোরিয়ার ওই ড্রোনের অনুপ্রবেশের বর্ণনা দিয়েছে।

স্পুৎনিক জানায় ওই সামরিক কর্মকর্তা স্বীকার করেছেন, উত্তর কোরিয়ার ড্রোন দক্ষিণ কোরিয়ার নো-ফ্লাই জোন থেকে ৩.৭ কিলোমিটার ভেতরে একেবারে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে চলে গেছে।

উত্তর কোরিয়ার ড্রোনগুলো দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ঢোকার পর সিউলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে গোলা ছোঁড়া হয়।

এমনকি দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমানগুলোও আকাশে উড়তে শুরু করে। কিন্তু সেগুলো উত্তর কোরিয়ার ড্রোন নামাতে কিংবা ড্রোনগুলোকে টার্গেট করতে সক্ষম হয়নি। উল্টো বরং নিজেদেরই একটি যুদ্ধবিমান অজানা কারণে বিধ্বস্ত হয়েছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট গত বুধবার হুশিয়ারি উচ্চারণ করেছেন, উত্তর কোরিয়ার ড্রোন যদি আবার তার দেশের আকাশসীমা লঙ্ঘন করে তাহলে তিনি দুই কোরিয়ার মধ্যকার ২০১৮ সালের সামরিক চুক্তি স্থগিত করার বিষয়টি বিবেচনা করবেন।

উত্তর কোরিয়া যথারীতি বলেছে, আমেরিকা যতদিন এ অঞ্চলে বিচরণ করবে এবং তাদের মিত্র জাপান ও কোরিয়ার সঙ্গে যৌথ মহড়া চালাবে ততদিন পিয়ংইয়ং তার ক্ষেপণাস্ত্র, সামরিক এবং পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাবে।

কিউটিভি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৩/সকাল ১০:০৪

▎সর্বশেষ

ad