
ডেস্ক নিউজ : শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ দেশের বিশিষ্ট আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে ভেন্টিলেটশন সাপোর্টে নেয়া হয়েছে।
বুধবার এ তথ্য জানান খন্দকার মাহবুব হোসেন এসোসিয়েটসের অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল গণমাধ্যমকে জানান, “হঠাৎ স্যারের ফুসফুসে পানি আসায় গত পরশুদিন এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতে ভেন্টিলেশন সাপোর্টে নেয়া হয়েছে।
তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলে জানান তিনি।
খন্দকার মাহবুব হোসেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি।
অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের ১৯৩৮ সালের ২০ মার্চ জন্ম গ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি বরিশাল বিভাগের বরগুনা জেলার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারে জন্যে গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন খন্দকার মাহবুব হোসেন। তিনি আইন পেশায় বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেন।
কিউটিভি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৯






