ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

র‍্যাংকিংয়ে কোহলিকে পেছনে ফেললেন লিটন

Ayesha Siddika | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ - ০৫:২৪:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে সদ্যঃসমাপ্ত টেস্ট সিরিজে খুব বেশি সুবিধা করতে পারেননি লিটন কুমার দাস। শেষ ইনিংসে হাঁকিয়েছিলেন অর্ধশত। তাতেই আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে ভারতীয় তারকা বিরাট কোহলিকে পেছনে ফেললেন লিটন। দুই ধাপ এগিয়ে লিটন দাস ব্যাটারদের র‍্যাংকিংয়ে ১২তম স্থানে উঠে এসেছেন।

বুধবার হালনাগাদ করা র‍্যাংকিংয়ে দেখা যায়, ৭০২ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ থেকে ১২ নম্বরে এসেছেন লিটন। অন্যদিকে কোহলি দুই ধাপ নেমে ৬৭৬ রেটিং পয়েন্ট নিয়ে এখন আছেন ১৪ নম্বরে। ৯৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা মার্নাস লাবুশানে।

৮৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দুয়ে পাক দলপতি বাবর আজম। স্টিভেন স্মিথ তিন ও ট্রাভিস হেড চারে অবস্থান করছেন। জো রুটের অবস্থান পাঁচে। সেরা দশের অন্য ব্যাটাররা হলেন  ঋষভ পন্থ,  কেন উইলিয়ামসন, দিমুথ করুণারত্নে, রোহিত শর্মা ও উসমান খাজা।

 

 

কিউটিভি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২০

▎সর্বশেষ

ad