ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

কুড়িগ্রামের ত্রিমোহনীতে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ৫ জন

Anima Rakhi | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ - ০১:৪১:৩৫ পিএম

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি :  কুড়িগ্রাম সদরের ত্রিমোহনীতে সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনায় মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুল হান্নানের নাম ঠিকানা পাওয়া গেলেও অন্যজনের নাম ঠিকানা পাওয়া যায়নি। হান্নান রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকার মৃত নজীব হকের ছেলে।

আহতরা হলেন, পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত আব্দুস সামাদ, সদর উপজেলার পলাশ বাড়ি এলাকার আনিছুর রহমান, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার স্বপন, রংপুরের কাউনিয়া উপজেলার মিজানুর রহমান ও উলিপুর উপজেলার সাতদরগার এলাকার ওবায়দুল হক। এরমধ্যে আব্দুস সামাদের অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে কুড়িগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে আমান এন্টারপ্রাইজ নামে নৈশকোচ। ত্রিমোহনীতে নৈশকোচটি নিয়ন্ত্রন হারিয়ে মুদি দোকাকে ঢুকে যায়। এ সময় সড়কের পাশের দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশাকে চাপা দেয়। তবে অটোরিকশায় যাত্রী ছিলনা।কুড়িগ্রাম সদর থানার এস আই জাহিদ জানান, ঘটনাস্থল থেকে ৬জনকে হাসপাতালে পাঠানো হয়। নৈশকোচটি নিয়ন্ত্রন হারিয়ে মুদি দোকানে ঢুকে যায়। দোকানসহ দুটি অটো দুমড়ে-মুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবহন কুড়িগ্রাম সদর থানা হেফাজত রয়েছে।

কিউটিভি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪১

▎সর্বশেষ

ad