ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির পাকা রাস্তা সংলগ্ন তিলাই নদীর পাড় বর্ষা মৌসুমে ভেঙ্গে পড়বে

Anima Rakhi | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ - ০২:১৯:১৪ পিএম

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির ঘুঘুজান নামক স্থানে তিলাই নদী সংলগ্ন রাস্তাটি আগামী বর্ষা মৌসুমের আগে সংরক্ষণ না করলে নদীতে বিলিন হয়ে যাবে রাস্তাটি। ফুলবাড়ী মহাসড়কে সংযোগ শিবনগর হয়ে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার রাস্তাটির যেমন বেহাল অবস্থা তেমনি ঘুঘুজন নামক স্থানে প্রতিবছর রাস্তা সংলগ্ন পাড় তিলাই নদীতে ভেঙ্গে যাচ্ছে। তিলাই নদী থেকে পাড়ের উচ্চতা প্রায় ২০ ফিট। ইতি মধ্যে ১০০ থেকে ১৫০ ফিট পাড় তিলাই নদীতে বিলিন হয়ে গেছে।

শিবনগর ইউপির ২৮৫ দাগের জমির মালিক মোঃ আব্দুর রহমান এর ঐ সম্পত্তি। স্থানীয় শতশত সাধারণ জনগন ও ছোটখাট যানবাহন প্রতিদিন চলাচল করে ঐ রাস্তা দিয়ে। বর্তমান ঐ এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার রয়েছে। বর্ষা মৌসুমে মূল পাকা রাস্তাটি তিলাই নদীতে বিলিন হয়ে গেলে ঐ এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাবে। এ ছাড়া ফুলবাড়ী হতে সৈয়দপুর যাতায়াতের বিকল্প একমাত্র ঐ রাস্তাটি।

শিবনগর ইউপির ঘুঘুজান এলাকার মোঃ বুলবুল এর সাথে কথা বললে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিলাই নদীর ধার ভেঙ্গে পড়ছে। বর্তমান এমন অবস্থা দাড়িয়েছে বর্ষা মৌসুমের আগে এটি সংরক্ষণ করা অতি জরুরী। আগামী বর্ষা মৌসুমের আগে এটি সংরক্ষণ করা না হলে রাস্তাটি নদীতে বিলিন হয়ে যেতে পারে রাস্তাটি। এ ব্যাপারে এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আসুহস্তক্ষেপ কামনা করেছেন।

কিউটিভি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৮

▎সর্বশেষ

ad