ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ডোমারে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Anima Rakhi | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ - ১১:১৭:১৯ এএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী।ঐতিহ্যবাহী খেলাটি একটি নজর দেখতে হাজারো জনতার উপচে পড়া ভীড় ছিল চোখে পড়ার মতো। তাদেরে মধ্যে নারী দর্শকের উপস্থিতি সবচেয়ে বেশী।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুদর্শন ঘোড়া নিয়ে শোয়ারীরা অংশগ্রহন করেন। ডোমারের প্রবীণ ঘোড়া পালনকারী আলহাজ্ব আব্দুল্লাহ হেল কাফির সভাপতিত্বে সামজসেবক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, জেলা পরিষদের সদস্য মনজুর আহমেদ ডন, সাবেক শিক্ষক হাবিবুল হক দুলাল, আব্দুল মালেক, ইউপি সদস্য জহুরুল হক, আব্দুুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা আজ বিলুপ্তির পথে, যুব সমাজকে রক্ষা করতে ফুটবল, ক্রিকেট, ভলিবল খেলার বিকল্প নেই।

গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এ খেলার আয়োজন করবে বলে বক্তাগণ জানান। প্রতিযোগিতায় ক- গ্রুপে বগুড়ার মামুন প্রথম, পঞ্চগড় জেলার পাঁচপীর এলাকার রেজা দ্বিতীয়, খ- গ্রুপে ডোমারের আব্দুল হাদি প্রথম, দিনাজপুর জেলার ঝাড়বাড়ি এলাকার মমিনুর দ্বিতীয় এবং গ- গ্রুপে বগুড়ার জহুরুল প্রথম ও একই এলাকার আব্দুল মালেক দ্বিতীয় হয়েছে। আলোচনা শেষে বিজয়ীদের মাঝেপুরস্কার তুলে দেন অতিথিগণ।

কিউটিভি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১৭

 

▎সর্বশেষ

ad