
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে শত্রুতার জের ধরে এক অসহায় কৃষকের ভুট্টা ক্ষেত তুলে দিলেন দূর্বৃত্তরা, এ নিয়ে কৃষক দিশেহারা হয়ে পড়েছে।ঘটনাটি ঘটেছে, ডোমার উজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর আমবাড়ি মাঝাপাড়া গ্রামে। জানা যায়, উক্ত গ্রামের মৃত কেফার উদ্দিনের ছেলে মজিবুর ইসলামে সাথে রুহুল আমিনের ছেলে হেলাল উদ্দিনের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয়ে থানা, আদালত ও ইউনিয়ন পরিষদে মামলা মোকোদ্দমা চলে আসছে। এমতাবস্থায় অসহায় কৃষক মজিবুল ইসলাম ও তার স্ত্রী মঞ্জুআরা বেগম এলাকার নদীর পাড়ে তাদের এক বিঘা জমিতে গত এক মাস পূর্বে ভুট্টা বীজ বপন করেন।
নিয়মিত পরির্চচ্চা করে গাছগুলি কিছুটা বড় হতে শুরু করে। ঘটনার দিন শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পরে প্রতিবেশী মৃত এনামুল হকের ছেলে বেলাল হোসেন ও তার স্ত্রী শিরিনা বেগম চুপিসারে কৃষক মজিবুলের লাগানো ক্ষেতের ভুট্টা গাছ গুলো উপড়ে তুলে ফেলে দেয়। এ বিষয়ে কৃষক মজিবুল জানান, আমি সংবাদ পেয়ে জমিতে গিয়ে দেখি বেলাল ও তার স্ত্রী শিরিনা বেগম আমার লাগনো ভুট্টা গাছ গুলো তুলে বস্তায় ভোরছিল। আমি তাদের ধাওয়া করলে তারা দুই স্বামী স্ত্রী বস্তা নিয়ে পালিয়ে যায়। পরে আমি বিষয়টি স্থানীয় ভাবে জনপ্রতিনিধিদের জানাই। কৃষক মজিবুল আরো জানান, দীর্ঘদিন যাবত জমিনিয়ে বিরোধ চলছে যার কারণে শত্রুরা অন্য মানুষকে দিয়ে আমার ক্ষেতের ফসল নস্ট করলো।
এতে করে বীজ, সার, নিরানী মজুরীর লোক সহ প্রায় ২৫ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে। তারা নিরুপায় হয়ে বিচারের দাবীতে মানুষের দ্বারে দ্বারে ঘুড়ছে। এ বিষয়ে অভিযুক্ত বেলাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে জানান, ওই জমির মুল মালিক হেলাল, তার কাছ থেকে আমি জমিটি বন্ধক নিয়েছি এবং তাতে আমি সরিষা আবাদ কেেরছি। আমি আমার বন্ধকি জমিতে সরিষা নিরানী করতে গেছি, কোন ভুট্টারগাছ আমি তুলিনি। ভুক্তভুগি কৃষক মজিবুল ক্ষতিপূরণসহ অভিযুক্ত বেলাল ও তার স্ত্রী শিরিনা বেগমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
কিউটিভি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৫