ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

কুড়িগ্রামে শব্দ দূষণের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৫টি পরিবহনকে জরিমানা

Anima Rakhi | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ - ১১:৩৬:৪০ এএম

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রামে শব্দ দূষণের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৫টি পরিবহনকে জরিমানা আবেং ৯টি হাইড্রোলিক হর্ণ জব্দ করেছেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর।(সোমবার) ১২ ডিসেম্বর বিকেলে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ও সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ও যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ৫টি পরিবহনকে মোট ৯’শ টাকা জরিমানা করা হয় এবং ৯টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া অহেতুক হর্ণ বাজানো বা উচ্চ শব্দ তৈরি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো এবং যানবাহনে শব্দ দূষণ বিরোধী বিভিন্ন স্টিকার সংযুক্ত করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও এবং প্রসিকিউশন প্রদান করেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম ।এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন- শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

কিউটিভি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৬

▎সর্বশেষ

ad