ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

নবাবগঞ্জ উপজেলায় মাদক সহ ব্যবসায়ী আটক

Anima Rakhi | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ - ০৩:৫৮:২৭ পিএম

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে নবাবগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে অত্র থানার এসআই (নিঃ) মোঃ মাহামুদুন্নবী সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় ২০০ (দুইশত) পিস এ্যামফিটামিনযুক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ১(এক) জনকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন ধরঞ্জি গ্রাম এর মৃত ইয়াসিন আলীর পুত্র মোঃ হেলাল উদ্দিন(৫৫)।

গতকাল সোমাবার রাত ১ ঘটিকার সময় মাদক উদ্ধার অভিযানে নবাবগঞ্জ থানাধীন ৬নং দাউদপুর ইউনিয়নের ধরঞ্জি গ্রাম এর ধৃত আসামী মোঃ হেলাল উদ্দিনের বসত বাডী়তে অভিযান চালিযে় ২০০ (দুইশত) পিস এ্যামফিটামিন যুক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন নবাবগঞ্জ থানা এলাকা সহ আশপাশের বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিযে় আসছিল। তিনি নবাবগঞ্জ থানার ৮(আট)টি মাদক মামলার এজাহার ভুক্ত আসামী। নবাবগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ মাহামুদুন্নবী গ্রেপ্তারকৃত আসামী ও জব্দকৃত মালামাল সহ থানায় হাজির হলে তার অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ় গ্রেফতার আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি ধারায় মামলা রুজু করেন।এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়।

কিউটিভি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮

▎সর্বশেষ

ad