ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার দিতে হবে: জাতিসংঘ

superadmin | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ - ১১:৪৬:৪১ পিএম

ডেস্কনিউজঃ বাংলাদেশের ঘটনাপ্রবাহে গভীর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের একজন বিশেষজ্ঞ। তিনি হলেন সংস্থাটির শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও সমিতি গঠনের অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ক্লেমেন্ট এন ভৌল। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি এমন কথা বলেছেন।

আজ (বৃহস্পতিবার) নিজের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে ক্লেমেন্ট এন ভৌল লিখেছেনঃ

“২০২২ সালের জুলাই মাস থেকে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা ও প্রাণঘাতী বলপ্রয়োগের (যেগুলোর কারণে মানুষ মারা যাচ্ছে) উদ্বেগজনক খবর আসার পর থেকেই আমি বাংলাদেশের ঘটনাপ্রবাহে গভীরভাবে নজর রাখছি। বাংলাদেশি কর্তৃপক্ষকে অবশ্যই শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের নিশ্চয়তা দিতে হবে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে।”

এর আগেও বাংলাদেশ সরকারের কাছে এসব নিয়ে তিনি উদ্বেগ জানিয়েছিলেন স্মরণ করিয়ে দিয়ে ভিন্ন এক টুইটে জাতিসংঘের বিশেষ ওই র‍্যাপোর্টিয়ার লিখেনঃ

“শান্তিপূর্ণ সমাবেশের প্রেক্ষাপটে আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা প্রাণঘাতী বলপ্রয়োগের অনুরূপ খবর আসার পর ২০২১ সালে আমি বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলাম।”

উল্লেখ্য, গতকাল (বুধবার) বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস এক বিবৃতিতে বলেছিলেন, “মুক্তভাবে মতপ্রকাশ, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করতে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।” আগামী বছর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে জাতিসংঘের সদস্য হিসেবে বাংলাদেশকে সেই প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দিয়েছিলেন তিনি।

বিপুল/০৮.১২.২০২২/ রাত ১১.৪২

▎সর্বশেষ

ad