
স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপের আগে প্রস্তুতি মিশনটা ভালো হয়নি বাংলাদেশ নারী ফুটবল দলের। চলমান থাইল্যান্ড সফরে প্রথম প্রীতি ম্যাচে হেরে গেছে বাংলাদেশ।
ম্যাচের প্রথম মিনিটে ওরাপিন ওয়েনগোয়েনের গোলে এগিয়ে যায় থাইল্যান্ড।
বিরতির পর সাওওয়ালাক পেংগামের গোলে ম্যাচে ডাবল লিড নেয় থাইল্যান্ড। এরপর ম্যাচের ৮৬ মিনিটে থাইল্যান্ডের হয়ে তৃতীয় গোল করে পাত্তারানান আউপাচাই।
আগামী ২৭ অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী বছরের পহেলা মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে নারী এশিয়া কাপ। আসরকে সামনে রেখে এই সফর দিয়ে প্রস্তুতি সারছে বাংলাদেশ।
আয়শা/২৪ অক্টোবর ২০২৫,/রাত ৯:৫০






