ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে এ্যাথলেটিকস্ প্রতিযোগীতায় অনুষ্ঠিত

Anima Rakhi | আপডেট: ৩০ নভেম্বর ২০২২ - ০৬:৩৪:০০ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী বিজিবি সদর দপ্তরে উত্তর পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের সার্বিক ব্যবস্থায়নায় ২৯ বিজিবি সদর দপ্তরে এ্যাথলেটিকস্ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ৩০শে নভেম্বর ২০২২ ইং তারিখে ফুলবাড়ী বিজিবি সদর দপ্তরে ২৯ বিজিবি কর্তৃক আয়োজিত রংপুর রিজিওয়ন আন্ত ব্যাটালিয়ন এ্যাথলেটিকস্ প্রতিযোগীতা সমাপ্ত হয়েছে। ফুলবাড়ীর ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আলমগীর কবির পিএসসির সার্বিক ব্যবস্থাপনায় এ্যাথলেটিকস প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বর্ণিত প্রতিযোগীতায় কক্সবাজার রিজিয়ন ০৬টি স্বর্ণ, ০৫টি রৌপ্য ও ০২টি তাম্ব্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অপর দিকে ০৫টি স্বর্ণ ০৩টি রোপ ও ০৫টি তাম্ব্র পদক পেয়ে উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন।

এছাড়া ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে রিজিয়ন পর্যায়ে এ্যাথলেটিকস্ প্রতিযোগীতায় সিপাহী অপু বিশ্বাস দক্ষিন পশ্চিম রিজিয়ন চট্রগ্রামের নবীন খেলোয়াড় হিসাবে নির্বাচীত হন এবং সিপাহী মোঃ কিবরিয়া কক্সবাজার রিজিয়ন এর শ্রেষ্ট নবীন খেলায়াড় হিসাবে নির্বাচিত হন। উক্ত প্রতিযোগীতা শেষে রংপুর রিজিয়ন এর ব্রিগ্রেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, বিএসপি, পিএসপি, রিজিয়ন কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরুষ্কার তুলে দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর রিজিয়ন এর সকল সেক্টর কমান্ডার এবং দিনাজপুর সেক্টর এর অধিনস্থ সকল ব্যাটালিয় অধিনায়কগন, সদর দপ্তর বিজিবি ঢাকা এবং রংপুর রিজিয়ন এর উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

উল্লেখ্য যে, এ্যাথলেটিকস্ প্রতিযোগীতা খেলায় ৭টি রিজিয়ন অংশ গ্রহণ করেন। গত ২৮ ডিসেম্বর ২০২২ ইং হতে অনুষ্টিত বিজিবি এ্যাথলেটিকস্ প্রতিযোগীতা ২০২২ এ বর্ডার গার্ড বাংলাদেশ এর ৫টি রিজিয়ন ০২টি সতন্ত্র সেক্টর অংশ্রহণ করেন। পরিচালনায় ছিলেন, রংপুর রিজিয়ন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী ২৯ বিজিবি। এসময় পদস্ত কর্মকর্তা, সৈনিকগণ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউটিভি/অনিমা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

▎সর্বশেষ

ad