ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

দিনাজপুরে কৃষকদের ভাগ্য উন্নয়নে ভুর্তকিমূল্যে আধুনিক যন্ত্রপাতি কম্বাইন হারভেস্টার বিতরণ

Anima Rakhi | আপডেট: ২৯ নভেম্বর ২০২২ - ০৩:৪৭:৩৫ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, কৃষি ও কৃষকদের উন্নয়নের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। কৃষকরা যাতে লাভবান হয় সেজন্য সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছে। কৃষক বাচলে বাংলাদেশ বাচবে উল্লেখ করে আরও বলেন, দেশে পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ রেখেই আবাদ করা হচ্ছে। আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ ও কৃষি উপকরণ পেয়ে কৃষকদের ফলন বৃদ্ধি পেয়েছে।

কৃষকের অক্লান্ত পরিশ্রম ও সরকারের সহযোগিতায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।মঙ্গলবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভুর্তকিমুল্যে কম্বাইন হারভেস্টার, রিপার বাইন্ডার, রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার থ্রেসার, মেইজ শেলার, পটেটো ডিগার কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সরকার, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, এ্যাসিল্যান্ড সাথী দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, সহ-সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, মোকছেদ রানা, আহচান হাবিব সরকার, মোস্তফা কামাল, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু প্রমুখ। উল্লেখ, বিতরন অনুষ্ঠানে ৭টি কম্বাইন হারভেস্টার, ১টি রিপার বাইন্ডার, ২টি রাইস ট্রান্সপ্লান্টার, ৩টি পাওয়ার থ্রেসার, মেইজ শেলার, পটেটো ডিগারসহ কৃষি যন্ত্র বিতরন করা হয়।

কিউটিভি/অনিমা/২৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৭

▎সর্বশেষ

ad