ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বিএনপির ৩ শাখা কমিটির ভোটাভুটির মাধ্যমে কাউন্সিল সম্পন্ন অভ্যন্তরীণ কারণে ভারতের পররাষ্ট্র সচিবের সফর স্থগিত : পররাষ্টমন্ত্রী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি বিএনপির আন্তর্জাতিক সম্পাদকের অসাংগঠনিক তৎপরতায় যুক্তরাষ্ট্র বিএনপিতে তোলপাড় টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৪’ পেলেন কুড়িগ্রামের এসএম আব্রাহাম লিংকন বই মেলায় আসছে ‘বন্দিনী’ : জেল জীবনে ডা.সাবরিনা’র যত কাহিনী ড্যাফোডিল ইউনিভার্সিটির ফায়াজুন্নেসা চৌধুরী পেলেন ইউজিসি ফেলোশিপ বেড়েছে সবজি,গরুর মাংসের দাম নির্বাচনে অনিয়মের খবরে যুক্তরাষ্ট্র এখনো উদ্বিগ্ন

ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ অনুষ্ঠিত

Anima Rakhi | আপডেট: ১৭ নভেম্বর ২০২২ - ১০:৫৮:৩৪ এএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :  “দূর্ঘটনা দূযোর্গ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২২ উপলক্ষে যান্ত্রিক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে মঙ্গলবার (১৫ই নভেম্বর) দুপুরে ফায়ার স্টেশনের অফিস চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

প্রথমে যান্ত্রিক র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নিবাহী কর্মকর্তা রমিজ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, উপজেলা বিআরডিপি কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় ডোমার মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু ফাত্তাহ কামাল পাখি, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইয়েদ মোঃ ইমরান, টিম লিডার জয়নুল আবেদিন প্রমুখ বক্তব্য রাখেন। সপ্তাহ ব্যাপি এলাকার বিভিন্ন জায়গায় কার্যক্রম হিসাবে অগ্নি নির্বাপণ মহড়া, স্কুল কলেজে ছাত্র/ছাত্রীদের দূর্যোগ মোকাবেলা ও অগ্নি নির্বাপনে করনীয় বিষয়ে ক্লাশসহ নানামূখী পদক্ষেপ নেয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানান।

কিউটিভি/অনিমা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৭

▎সর্বশেষ

ad