ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ অনুষ্ঠিত

Anima Rakhi | আপডেট: ১৬ নভেম্বর ২০২২ - ১১:৩১:৩৫ এএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “দূর্ঘটনা দূযোর্গ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২২ উপলক্ষে যান্ত্রিক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে মঙ্গলবার (১৫ই নভেম্বর) দুপুরে ফায়ার স্টেশনের অফিস চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

প্রথমে যান্ত্রিক র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নিবাহী কর্মকর্তা রমিজ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, উপজেলা বিআরডিপি কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় ডোমার মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু ফাত্তাহ কামাল পাখি, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইয়েদ মোঃ ইমরান, টিম লিডার জয়নুল আবেদিন প্রমুখ বক্তব্য রাখেন। সপ্তাহ ব্যাপি এলাকার বিভিন্ন জায়গায় কার্যক্রম হিসাবে অগ্নি নির্বাপণ মহড়া, স্কুল কলেজে ছাত্র/ছাত্রীদের দূর্যোগ মোকাবেলা ও অগ্নি নির্বাপনে করনীয় বিষয়ে ক্লাশসহ নানামূখী পদক্ষেপ নেয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানান।

কিউটিভি/অনিমা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩১

▎সর্বশেষ

ad