ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

জেলহত্যার বিচারে দ্রুত কমিশন গঠন করতে হবে : মশিউর রহমান

Ayesha Siddika | আপডেট: ০৩ নভেম্বর ২০২২ - ০৩:৫১:২৩ পিএম

ডেস্ক নিউজ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান বলেছেন, ‘জেলে হত্যার শিকার চার নেতা একাত্তরের স্বাধীনতাযুদ্ধে শীর্ষ সেনাপতির ভূমিকা পালন করেছেন। এই  চার দেশপ্রেমিক সূর্যসন্তানকে স্বাধীনতাবিরোধী পক্ষ জেলের ভেতর হত্যা করেছে। এই ন্যক্কারজনক হত্যার বিচার নিশ্চিতে দ্রুত কমিশন গঠন করতে হবে। ‘আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘জেল হত্যা : মুক্তিযুদ্ধের পক্ষশক্তি নির্মূলে ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।

অধ্যাপক মশিউর রহমান বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার তিন মাসের মধ্যেই তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এসব নেতাকে হত্যা করে স্বাধীনতার অগ্রযাত্রা রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এসব ষড়যন্ত্রের কুশীলবরা দেশকে আবারও পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করেছে। ‘

তিনি আরো বলেন, ‘জাতির ক্রান্তিলগ্নে জাতীয় চার নেতা বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। বঙ্গবন্ধুর নীতি-আদর্শের প্রতি তারা আমৃত্যু অবিচল ছিলেন। সারা বিশ্বে এখন অস্থিরতা বিরাজ করছে, জাতীয় চার নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে সব সংকট মোকাবেলায় আমাদের সচেষ্ট হতে হবে। ‘আলোচনাসভায় মুহাম্মদ শফিকুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যায় জড়িতদের পুনর্বাসন করেছে বিএনপি, আইভী রহমান হত্যাকাণ্ডেও প্রত্যক্ষভাবে দলটি জড়িত। মুক্তিযুদ্ধের পক্ষশক্তি নির্মূলে বিএনপিই মূল ক্রীড়নক। ‘

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস এ মালেকের সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য দেন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাবিবুর রহমান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাছিম আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম শফিউল আলম ভূইয়া।

 

 

কিউটিভি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫০

▎সর্বশেষ

ad