
স্পোর্টস ডেস্ক : ডান হাঁটুর ইনজুরির কারণে বাদ পড়েছেন পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটার ফখর জামান। এক ম্যাচ খেলে পুরনো চোট ফিরে এসেছে তার। এর ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তাকে। নেদারল্যান্ডসের বিপক্ষে হাঁটুতে ব্যথা পান ফখর। ফলে আজকে ম্যাচসহ এ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফখর। তার স্থলে দলে নেওয়া হয়েছে মোহাম্মদ হারিসকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার নাম ঘোষণা করেছে।
২১ বছর বয়সি হারিস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মাত্র একটি। সেটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেখানে রান করেন মাত্র ৭। এ ছাড়া খেলেছেন চারটি ওয়ানডে ম্যাচ, যে খানে তার রান মাত্র ১০। তবে টি-টোয়েন্টি লীগে তার স্ট্রাইকরেট ১৩৪.০৪।
কিউটিভি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৫