ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

বিজেপিকে টপকে দিল্লি বিধানসভায় অরবিন্দ কেজরিওয়ালের বাজিমাত

Ayesha Siddika | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ০৮:৪৫:৫৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বিজেপির বিরুদ্ধে যাবতীয় ‘চক্রান্তের’ অভিযোগের মধ্যেই দিল্লি বিধানসভায় শক্তি প্রদর্শনে সফল হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আস্থাভোটে জয়ী হয়েছেন কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৫৮ জন বিধায়ক আপের সমর্থনে ভোট দিয়েছেন। কেজরির দলের বিধায়ক সংখ্যা ৬২। বিজেপির পক্ষে আটজন ভোট দিয়েছেন। আস্থাভোটের প্রস্তাব পাস হওয়ার পর বিজেপির দিকে ইঙ্গিত করে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেছেন, ‘দিল্লিতে একজন আপ বিধায়ককে কিনতেও ব্যর্থ হয়েছে তারা (বিজেপি)। আমাদের ৬২ জন বিধায়ক রয়েছেন। তাদের মধ্যে দুজন দেশের বাইরে এবং একজন জেলে রয়েছেন। ’

সম্প্রতি বিজেপির বিরুদ্ধে দলে ভাঙন ধরানোর অভিযোগ করে দিল্লি রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছিলেন কেজরিরা। আপ প্রধান অভিযোগ করেছিলেন, তার সরকারকে ভাঙার জন্য বিজেপি প্রায় ৮০০ কোটি রুপি নিয়ে নেমেছিল। কেজরিওয়ালের দাবি, দিল্লিতে ‘অপারেশন লোটাস’ ব্যর্থ হয়েছে। তার একজন বিধায়ককেও বিজেপি তাদের দলে ভেড়াতে পারেনি বলেও দাবি করেছেন আপ প্রধান। দলের বিধায়করা তার সঙ্গে আছেন, এটি প্রমাণ করতেই বিধানসভায় আস্থাভোটের ডাক দেন তিনি।

সম্প্রতি দিল্লিতে আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান পরিচালনা করে সিবিআই। এ নিয়ে ভারতের রাজধানীতে আপ বনাম বিজেপি সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে। এই অবস্থার মধ্যেই গত মঙ্গলবার সিসৌদিয়ার লকার খতিয়ে দেখতে উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলার একটি ব্যাংকে হানা দেন তদন্তকারীরা। তবে কোনো কিছু পাওয়া যায়নি।

এসব ঘটনার মধ্যেই কেজরির মন্ত্রী দাবি করেছেন, আপ সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাইছে বিজেপি। তাকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে টুইটারে তিনি লিখেছিলেন, ‘আমার কাছে বিজেপির বার্তা এসেছে, আপ বাদ দিয়ে বিজেপিতে যোগ দিন, সিবিআই-ইডির সব মামলা বন্ধ করে দেওয়া হবে। বিজেপিকে আমার জবাব, আমি মহারানা প্রতাপের বংশধর, আমি রাজপুত। মাথা কেটে ফেলব কিন্তু দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারীদের সামনে মাথা নত করব না। আমার বিরুদ্ধে সব মামলা মিথ্যা, যা খুশি করতে পারেন। ’ 

এরপর কেজরি বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ তোলেন। তার পরই আস্থাভোটের ডাক দেন। যদিও বিজেপির পাল্টা অভিযোগ, আবগারি নীতিতে দুর্নীতির ঘটনা থেকে নজর সরাতেই বিধানসভায় ‘নাটক’ করছে আপ।

সূত্র : আনন্দবাজার।

 

 

কিউটিভি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৪

▎সর্বশেষ

ad