
বিনোদন ডেসক্ : দুটি সিনেমা প্রযোজনা করবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। তার একটির নাম ‘চাদর’। ৭০ লাখ টাকা বাজেটের সিনেমাটি নির্মাণ করবেন জাকির হোসেন রাজু। এতে নায়ক হিসেবে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সাইমন সাদিক।
তার বিপরীতে দেখা যাবে শবনম বুবলীকে। ‘চাদর’ দিয়েই প্রথমবারের মতো জুটি বাঁধলেন তারা। এছাড়াও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই তিন তারকা।
জাকির হোসেন রাজু বলেন, ‘গল্পের চরিত্র অনুযায়ী শিল্পী কাস্ট করার চেষ্টা করি। সেই ভাবনা থেকে সাইমন ও বুবলীকে নেওয়া। আশা করছি তারা তাদের অভিনয় মুন্সিয়ানায় মুগ্ধতা ছড়াবেন। ’আগামী ১০-১২ সেপ্টেম্বর ‘চাদর’ সিনেমার শুটিং শুরু হবে। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে।
কিউটিভি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৮