
স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে একাদশে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে যাদের নিয়ে একাদশ সাজানো হয়েছে তাদের মধ্য থেকে তিনজনকে বাদ দেওয়া হয়েছে। আজ লংকানদের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েছেন সাব্বির রহমান, মাহাদি হাসান এবং এবাদত হোসেন। বাদ পরেছেন এনামুল হক, মোহাম্মদ নাঈম শেখ এবং মোহাম্মদ সাইফউদ্দিন।
শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের হয়ে ওপেনিং করবেন সাব্বির রহমান এবং মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ
সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মাহাদি হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ
দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, আসিথা ফারনান্ডো, দিলশান মধুশঙ্কা।
কিউটিভি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৫