ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

প্রাণের ভয়ে লোকালয়ে দলছুট হনুমান

Anima Rakhi | আপডেট: ০৩ আগস্ট ২০২২ - ১০:১২:৩৩ পিএম

ডেস্ক নিউজ : সিরাজগঞ্জের রায়গঞ্জের লোকালয়ে বেশ কয়েকদিন ধরে একটি দলছুট কালোমুখো হনুমান আতঙ্কিত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। মঙ্গলবার হনুমানগুলো উপজেলার চান্দাইকোনা হালদারপাড়া এলাকায় দেখা গেছে। 

ক্ষুধার্ত এই হনুমানটিকে কেউ কেউ কলা পাউরুটি, বিস্কুট খেতে দিচ্ছে। কেউ আবার ঢিল-পাটকেল ছুঁড়ে বিরক্ত করছে 

এ ব্যাপারে রায়গঞ্জ এলাকার বনকর্মকর্তা দেওয়ান শহীদুজ্জামান বলেন, হনুমানটি বেশ কিছুদিন এলাকায় ঘোরাঘুরি করছে। যে এলাকায় হনুমানটি যাচ্ছে সেই এলাকার ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে তাদের ইউনিয়নের লোকজনকে সতর্ক করে দিয়ে বলা হচ্ছে, যেন কেউ প্রাণিটির কোনো ক্ষতি না করে। 

তিনি বলেন, হনুমান ধরে বনাঞ্চল অবমুক্ত করার টেকনিক্যাল ব্যবস্থা তার কাছে নেই। 

এ ব্যাপারে ঢাকায় বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম বলেন, দলছুট হনুমানগুলো বয়সে প্রবীণ। প্রকৃতিগতভাবে বয়স বেশি হলে তাদের দল থেকে বের করে দেওয়া হয়। এদের উদ্ধার করে বনাঞ্চলে তাদের স্বজাতির মধ্যে ছেড়ে দিলে অন্যরা তাকে মেরে ফেলবে। তবে এদের যাতে কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে তিনি সংশ্লিষ্টদেরসহ সকলকে সচেতন করার জন্য অনুরোধ জানান। 

এ ব্যাপারে রায়গঞ্জের স্বেচ্ছাসেবী পরিবেশবাদী  সংগঠন ‘মুক্তজীবন’ লোকজনকে সতর্ক করছেন বলে জানিয়েছে সংগঠনটি।

কিউটিভি/অনিমা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:১২

▎সর্বশেষ

ad