
ডেস্ক নিউজ : আরেকটি ১৫ আগস্ট ঘটানোর হুমকিদাতাদের রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে সরকারি দলের সংসদ সদস্যরা বলেছেন, নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপিসহ তাদের দোসররা অস্ত্রের ভাষায় আরেকটি ১৫ আগস্ট ঘটানোর হুমকি দিচ্ছে। তারা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের হুমকি দিচ্ছে। এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহীতার শামিল। তাই হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
আজ বুধবার প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এই দাবি জানান। প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে প্যানেল স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে ওই আলোচনায় অংশ নেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সরকারি দলের শামসুল হক টুকু, আবু জাহির, আফতাব উদ্দিন সরকার, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, আবদুল মমিন মন্ডল, নেছার আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন, আলী আজম, বেগম মেরিনা জাহান, আহমেদ ফিরোজ কবির, হাবিবুর রহমান ও আবদুস সালাম মূর্শেদী।
আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন করোনা মহামারী এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধজনিত মন্দাকালে ইতিহাসের সর্ববৃহৎ সাহসী বাজেট প্রণয়নের জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সুখী-সমৃদ্ধ, শোষণ-বঞ্চনাহীন একটি উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনার বিচক্ষণ, সাহসী ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলের পরিচয় পেয়েছে। দুর্বার গতিতে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের মহাসড়ক দিয়ে।
মন্ত্রী বলেন, অর্থনৈতিক কূটনীতিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ সংস্থার নেতৃত্ব দিচ্ছে আজ বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নির্দেশে কার্যকর কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আমরা অনেক দেশের আগে করোনা ভ্যাকসিন এনে দেশের মানুষের প্রাণ রক্ষা করতে পেরেছি। ইউক্রেণ-রাশিয়া যুদ্ধের সময় সেখানে আটকে পড়া বাংলাদেশীদের উদ্ধার করে আমরা দেশে ফেরত এনেছি।
প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বের কারণে আমরা করোনা সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। রাজস্ব বাড়াতে নতুন প্রস্তাব দিয়ে তিনি বলেন, ‘আমার প্রস্তাব যাদেরই এনআইডি আছে প্রত্যেকেই ট্যাক্স রিটার্ণ পেশ করবে। আর যাদের টিআইএন নম্বর আছে তারা কর্পোরেট করপোরেশন হিসেবে ট্যাক্স প্রদান করবে। এই ব্যবস্থা যদি চালু করতে পারি, আমাদের ট্যাক্সের পরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়ও বাড়বে।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তথ্য-প্রযুক্তিনির্ভর আধুনিক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ খাতে বিশেষ সুযোগ-সুবিধা প্রদানের জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মাত্র ১৩ বছরেই সততা, প্রজ্ঞা, দূরদর্শীতা ও সাহসী নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো দেশের চিত্রই বদলে দিয়েছেন। দেশকে উন্নয়নশীল দেশে শুধু উন্নীত নয়, ডিজিটাল নির্ভর আধুনিক তথ্য-প্রযুক্তি সম্পন্ন বাংলাদেশ গড়ে তুলছেন। আর এই ডিজিটাল বাংলাদেশ গড়ার মূল আর্কিটেট হচ্ছেন বঙ্গবন্ধুর দৌহিত্র তথ্যপ্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়। একদম গ্রাম পর্যায়ে আমরা তথ্য-প্রযুক্তি পৌঁছে দিয়েছি, ইন্টারনেট সেবা পাচ্ছেন। এতে প্রায় ২০ লাখ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এ কারণেই আগামী নির্বাচনেও দেশের তরুণ প্রজন্মসহ দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন-অগ্রগতি ও জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সহযাত্রী হবেন।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও দেশকে আরও এগিয়ে নেওয়ার বাজেট উল্লেখ করে বলেন, পদ্মা সেতু নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা সব ষড়যন্ত্র মোকাবেলা করে চ্যালেঞ্জ নিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন। বিশ্ব নেতারা বিস্ময় প্রকাশ করে বলেন, কীসের যাদুতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। এখানে যাদু কিছু না, পিতা বঙ্গবন্ধুর মতোই দেশপ্রেম ও জনগণকে ভালোবেসে ক্লান্তিহীন পরিশ্রম করেই তিনি দুর্বার গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দল দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র করছেন। কিন্তু লাভ হবে না। মিথ্যাচার আর ষড়যন্ত্রের রাজনীতি দেশের জনগণ মেনে নেবে না বলেও উল্লেখ করেন তিনি।
সরকারি দলের নেছার আহমদ আরেকটি ১৫ আগস্ট ঘটনোর হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়ে বলেন, নির্বাচন-আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপিসহ অশুভ শত্রুরা আরেকটি ১৫ আগস্ট ঘটানোর হুমকি দিচ্ছে। প্রকাশ্য অস্ত্রের ভাষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের হুমকি দিচ্ছে। এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহীতার শামিল। এদের ক্ষমা করার কোনো সুযোগ নেই। দ্রুত হুমকিদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
কিউটিভি/আয়শা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৩