
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কমিটি গঠনে নিজেদের ভুল শিকার করে নিশর্ত ক্ষমা চেয়ে জেলা নেতৃবৃন্দের কাছ থেকে রক্ষা পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। পাশাপাশি প্রায় একই অবয়ব রেখে স্থগিত হওয়া দু’টি কমিটি জেলার মাধ্যমে অনুমোদন করিয়ে আনতে সক্ষম হয়েছেন তারা। বৃহস্পতিবার বিকেলে পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে আখাউড়া পৌর ও শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেন জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক। এর আগে উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক হওয়ায় সেটিও প্রত্যাহার করে নেন জেলা নেতৃবৃন্দ। এর আগে ৫ মে সন্ধ্যা থেকে রাতের মধ্যে ছয়টি কমিটি ঘোষণা করেন আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এর মধ্যে পৌর ও শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ কমিটি ঘোষণা করা গঠনতন্ত্র মোতাবেক উপজেলার এখতিয়ারভুক্ত নয় বলে অভিযোগ উঠে।
জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শোভন গণকণ্ঠ কে বলেন, ‘গঠনতন্ত্র অনুসারে ১ম শ্রেণির পৌরসভা ও সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি দেওয়ার এখতিয়ার জেলা কমিটির। আখাউড়ার ওই দু’টি কমিটি উপজেলা সমমর্যাদার। এক্ষেত্রে উপজেলা কমিটি আমাদের সঙ্গে কোনো ধরণের পরামর্শ না করে এ দু’টি কমিটি দিলে উপজেলা সভাপতি ও সম্পাদককে কারণ দর্শাতে বলা হয়।’তিনি বলেন, ‘তাদের জবাব ছিলো সন্তোষজনক। ওই দু’টি কমিটি দেওয়ার এখতিয়ার যে তাদের নেই সেটি জানতেন না বলে জবাবে উল্লেখ করে ক্ষমা চেয়েছেন। যে কারণে আমরা কারণ দর্শানোর নোটিশটি প্রত্যাহার করে নেই। পরবর্তীতে তাদের মাধ্যমে ঘোষিত কমিটিতে সামান্য সংযোজন-বিযোজন করে জেলা থেকে নতুন কমিটি দেওয়া হয়েছে।’
কিউটিভি/অনিমা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৭