
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে অর্ধ শতাধিক কৃষক অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানা বেগম।এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কসবা উপজেলার কৃষি অফিসার হাজেরা বেগম, আখাউড়া উপজেলা সহকারী সম্প্রসারণ কর্মকর্তা এটিএম আব্দুল কাইয়ুম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ বিল্লাল খান প্রমুখ।
সেমিনারে বজ্রপাত, ঘুর্ণিঝড়, জলবায়ূ, আবহাওয়া ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং কৃষকদের মাঠে কাজ করার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও সরিষা চাষে উদ্বুদ্ধ করা হয়। জমিতে ২৮ ও ২৯ ধানের পরিবর্তে ব্রি/৮৮ এবং ৮৯ চাষ করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। অধিক ফলনের জন্য সঠিক মাত্রায় সঠিক পরিমাণে সার ব্যবহার এবং যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ।
কিউটিভি/অনিমা/০৯.০৬.২০২২/সকাল ১০.১৯