
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সড়কে পাশের ও পৌর এলাকার জলাশয় ভরাট হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ নিয়ে খবর প্রকাশের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে আয়োজিত চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকির অনুষ্ঠানে এম.পি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সংগঠনের সভাপতি মনজুরুল আলমের সভাপতিত্বে এতে জেলা প্রশাসক মো. শাহগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, প্রেস ক্লাব সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ উপস্থিত ছিলেন।
কিউটিভি/অনিমা/০৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৩