
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অতিরিক্ত সয়াবিন তেল মজুদ রাখার অভিযোগে ‘বিসমিল্লাহ অয়েল ভান্ডার’ নামে এক প্রতিষ্ঠানের মালিক মো. রমজান মোল্লাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় প্রতিষ্ঠানের গুদামে থাকা সাড়ে ১১ হাজার লিটার সয়াবিন তেল দ্রুত বিক্রির নির্দেশ দেওয়া হয়। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারহানা নাসরিন এ অভিযান চালান।
কিউটিভি/অনিমা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/রাত ৮:০০