ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

হাবিপ্রবি রেজিস্ট্রারের দায়িত্বে অধ্যাপক সাইফুর রহমান

admin | আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২২ - ১২:৩৬:১৩ পিএম

ডেস্ক নিউজ :  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রেজিস্ট্রারের দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো: সাইফুর রহমান। পরীক্ষা নিয়ন্ত্রকের পাশাপাশি অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রারের দায়িত্বও পালন করবেন তিনি।

সোমবার (৩১ জানুয়ারি) হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে এবং সদ্য বিদায়ী রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো: ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান হয়।

এর আগে ২০১৫ থেকে ২০১৭ সালে প্রথম মেয়াদে রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন অধ্যাপক মোঃ সাইফুর রহমান। ১ আগস্ট ২০২১ থেকে হাবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছিলেন তিনি। এর আগে তিনি বিজ্ঞান অনুষদের ডীনের দায়িত্ব পালন করেন।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: মো: ফজলুল হক পিআরএলে যাওয়ায় তাকে রেজিস্ট্রার হিসেবে শেষ কর্মদিবসে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান। 

এ সময় উপস্থিত ছিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ।

শেষ কর্মদিবসে অধাপক ডা. ফজলুল হককে অশ্রুসিক্ত নয়নে বিদায় দেন সহকর্মীরা।

কিউটিভি/অনিমা/১লা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৬

▎সর্বশেষ

ad