ডেস্ক নিউজ : চলমান করোনা পরিস্থিতির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে সেশনজট এড়াতে অনলাইনে ক্লাস হবে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে তবে ক্লাস গুলো অনলাইনে চলবে।
দু সপ্তাহ পরে কিছুটা কমলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা চাই সকলে সুস্থ থাকুক। ‘চলমান পরীক্ষার বিষয়ে তিনি বলেন, যেসকল বিভাগে পরীক্ষা আছে, সেগুলো নিয়ে বিভাগের চেয়ারম্যান ও অনুষদের ডীনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
কিউটিভি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫