ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

শুরুতেই ৪ উইকেট খুইয়ে বিপর্যয়ে বাংলাদেশ

admin | আপডেট: ১০ জানুয়ারী ২০২২ - ০৯:১৩:৩৫ এএম

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চ টেস্টে অধিনায়ক টম লাথামের ডাবল সেঞ্চুরি ও ডেভন কনওয়ের সেঞ্চুরিতে রানপাহাড়ে চড়েই ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। লাথামের ২৫২ রানের পাশাপাশি ডেভন কনওয়ে ১০৯ এবং টম ব্লান্ডেল অপরাজিত ফিফটির সুবাদে ৬ উইকেট হারিয়ে ৫২১ রানের পাহাড় গড়ে কিউইরা।

জবাব দিতে নেমে প্রথম ওভারে ৭টি রান তুললেও পরের ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার সাদমান ইসলাম (৭)। এরপর একে একে সাজঘরে ফেরেন অভিষিক্ত মোহাম্মদ নাঈম, নাজমুল হোসাইন শান্ত ও মোমিনুল হক। 

শান্ত ৪টি রান নিতে পারলেও অভিষেক ম্যাচেই ডাক মারেন নাঈম। শূন্য রানে ফেরেন অধিনায়ক মোমিনুল হকও। যাতে মাত্র ৭ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ তাঁদের চতুর্থ উইকেট হারায় ১১ রানেই। সাউদি ও বোল্ট দুটি করে উইকেট তুলে নেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত চা বিরতি চলছে। তার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৭ রান। লিটন দাস ৮ রানে এবং ইয়াসির আলীও ৮ রানে অপরাজিত আছেন।

এর আগে প্রথমদিন মাত্র ১টি উইকেট হারিয়ে ৩৪৯ রান তোলা নিউজিল্যান্ড আজ ৫টি উইকেট হারালেও, স্কোরবোর্ডে যোগ করে আরও ১৭২ রান। তাও মাত্র ৩৮.৫ ওভারেই। অর্থাৎ ১২৮.৫ ওভার খেলে ৫২১ রান জড়ো করে কিউয়িরা। 

দলের পক্ষে সর্বোচ্চ ২৫২ রানের অনবদ্য এক ইনিংস খেলেন অধিনায়ক টম ল্যাথাম। ৩৭৩ বলে তাঁর ক্যারিয়ার সেরা এই ইনিংসে ছিল ৩৪টি চারের সঙ্গে ২টি ছক্কার মার। সেঞ্চুরি করেন ডেভন কনওয়েও। প্রথম ম্যাচের এই সেঞ্চুরিয়ান এ ম্যাচে খেলেন ১০৯ রানের ইনিংস। তাঁর ১৬৬ বলের এই ইনিংসে ছিল ১২টি চারের সঙ্গে একটি ছক্কার মার।

এছাড়া ৫৪ রান করে আউট হন উইল ইয়াং এবং ৫৭ রান করে অপরাজিত থাকেন টম ব্লান্ডেল। মাত্র ৬০ বল খেলে ৮টি চারের মারে ওই রান করেন তিনি। আর বিদায়ী রস টেইলরের ব্যাট থেকে আসে চমৎকার ২৮টি রান।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও এবাদত হোসাইন। তবে ডাবল সেঞ্চুরি করা কিউয়ি অধিনায়ক টম ল্যাথামের উইকেটটি কিন্তু নিয়েছেন টাইগার ক্যাপ্টেন মোমিনুলই। অবশ্য এর জন্য তাঁকে খরচ করতে হয় এক ওভারে ১৯টি রান।

কিউটিভি/অনিমা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:১৩

▎সর্বশেষ

ad