বিশ্বকাপ না খেলায় এ সময়ে ক্রিকেটাররা কী করবেন

Ayesha Siddika | আপডেট: ২৫ জানুয়ারী ২০২৬ - ০৬:২৫:৪৩ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ অনড় অবস্থানে থাকার ঘোষণা দিয়ে আসছিল শুরু থেকেই। দিন দুয়েক আগে আইসিসি বোর্ড মিটিং করে বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। পরে বাংলাদেশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতে কোনোভাবেই খেলবে না টাইগাররা।

বিসিবি সভাপতি বলেছিলেন, আমরা এখনও আইসিসিকে বলব বিকল্প ভেন্যুতে খেলার আবেদন বিবেচনা করার জন্য। আইসিসি সে আবেদনে সাড়া দেয়নি। তারা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে গতকাল (শনিবার) সন্ধ্যায়। বলেছে, বাংলাদেশকে সরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যেহেতু বিশ্বকাপে বাংলাদেশ দল খেলছে না সেক্ষেত্রে এই ফাঁকা সময়ে কী করবেন ক্রিকেটাররা। অবশ্য বেশ কিছু ক্রিকেটার নিজ শহরে অবস্থান করছেন, পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন। আগামী মাসে রয়েছে বিসিএল। তার আগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আরো একটি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টায় বিসিবি। ঢাকা পোস্টকে একজন পরিচালক জানান দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।

তার আগে ছুটি কাটিয়ে হয়তো ক্রিকেটারদের জন্য কিছুদিনের ক্যাম্পের ব্যবস্থাও করবে বিসিবি। পরবর্তীতে জাতীয় নির্বাচন শেষে হয়তো মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট।

 

 

আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:২২

▎সর্বশেষ

ad