
আন্তর্জাতিক ডেস্ক : এক বিবৃতিতে, আবহাওয়া অফিস বলেছে, আগামী কয়েক দিনের মধ্যে, ভারী তুষারপাতের কারণে নারান, কাঘান, দির, সোয়াত, কালাম, চিত্রাল, কোহিস্তান, মানসেহরা, অ্যাবোটাবাদ, শাংলাসহ উপরের অংশের রাস্তা বন্ধ বা পিচ্ছিল অবস্থার সৃষ্টি হতে পারে।
এতে আরও সতর্ক করা হয় যে ‘এই সময়কালে খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান এবং কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে ভূমিধস, তুষারধসের উচ্চ সম্ভাবনা রয়েছে। এদিকে, পিএমডি পর্যটকদের আগামী দুই দিন অতিরিক্ত সতর্ক থাকার এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে।
সংবাদমাধ্যম ডন জানায়, ভারী তুষারপাত এবং ভূমিধসের কারণে কেপি, বেলুচিস্তান, জিবি এবং আজাদ কাশ্মীর (এজেকে) জুড়ে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। সেখানকার রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, যাত্রীরা আটকা পড়েছেন এবং হিমায়িত তাপমাত্রার মধ্যে বিদ্যুৎ ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর আগে শুক্রবার, চিত্রালে তুষারপাতের কারণে একটি পরিবারের অন্তত নয়জন সদস্যের মৃত্যু হয়েছে।
আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/রাত ৮:১৪






