গণভোটে ‘হ্যাঁ’ সিল মারতে বললেন চরমোনাই পীর

Ayesha Siddika | আপডেট: ২৫ জানুয়ারী ২০২৬ - ০৮:১০:০৯ পিএম

ডেস্ক নিউজ : সলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন- গণভোটে ‘হ্যাঁ’তে ভোট দিন। আর হাতপাখার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করুন। ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কারো সঙ্গে বিরোধ না করে একসঙ্গে কাজ করতে হবে।

রোববার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে তৃণমূল প্রতিনিধিদের নিয়ে স্থানীয় দরিরামপুর বাসন্ট্যান্ডে একটি মাদ্রাসায় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ত্রিশাল আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলার সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী প্রমুখ।

 

আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/রাত ৮:০৮

 

▎সর্বশেষ

ad