‘বাংলাদেশের মতো পাকিস্তান সরে দাঁড়ালে বিশ্বকাপ শেষ হয়ে যাবে’

Ayesha Siddika | আপডেট: ২৫ জানুয়ারী ২০২৬ - ০৮:০৬:১৩ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। এবার দ্বিতীয়বারের মতো একই আহ্বান করলেন সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার দাবি, পাকিস্তান অংশ না নিলে বিশ্বকাপ তার গ্রহণযোগ্যতা হারাবে।

ইউটিউব চ্যানেল ‘কট বিহাইন্ড’-এ লতিফ বলেন, ‘যদি পাকিস্তান না যায়, তবে সবকিছু ওলটপালট হয়ে যাবে। এটি আর বিশ্বকাপ থাকবে না। অস্ট্রেলিয়া বনাম ভারতের মতো ম্যাচ হতে পারে, কিন্তু বিশ্বকাপের মান ধ্বংস হয়ে যাবে। বিশ্বকাপ শেষ হয়ে যাবে।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাকভির সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় লতিফ বলেন, বোর্ড প্রধানের বক্তব্য ইঙ্গিত দেয় যে পাকিস্তান ইতোমধ্যেই নাম প্রত্যাহারের দিকে এগোচ্ছে। তিনি বলেন, ‘আজকের সংবাদ সম্মেলন দেখে মনে হয়েছে যে তারা সেই পথেই হাঁটছে। যখন তিনি (নাকভি) বলেন যে তিনি সরকারের সাথে কথা বলবেন, তখন আমার মনে হয় সেই আলোচনা ইতোমধ্যেই হয়ে গেছে। এটি কেবল ঘটনাটিকে দীর্ঘায়িত করা মাত্র।’
ভারতে না খেলার অবস্থানে অনড় থাকায় লতিফ বাংলাদেশের প্রশংসা করে বলেন, এটি তাদের স্বচ্ছতা ও সংকল্পের প্রতিফলন। তার কথা, ‘নিজেদের অবস্থানে অনড় থেকে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে তারা স্বচ্ছ এবং পরিষ্কার। এবং তারা তাদের দেশের কথা মাথায় রেখেছে। এখন পাকিস্তানের জন্য কথা বন্ধ করে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে।’
তিনি ভারতীয় ক্রিকেট প্রশাসনের ওপর রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে বলেন যে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রভাবে চলে। লতিফ বলেন, পাকিস্তানের অনুপস্থিতি টুর্নামেন্টের প্রতি বিশ্বব্যাপী আগ্রহকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে, বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচের ক্ষেত্রে।

তিনি বলেন, ‘অন্তত ৫০ শতাংশ মানুষ ভারত বনাম পাকিস্তান দেখতে চায়। সেই আগ্রহ মরে যাবে।’ লতিফ আরও যোগ করেন, ‘যদি পাকিস্তানও বাংলাদেশের সাথে যোগ দেয় (সরে দাঁড়ায়), তবে বিষয়গুলো সমঝোতার টেবিলে আসবে। যদি বাংলাদেশ একা থাকে, তবে তারা নিষেধাজ্ঞার মুখে পড়বে। কিন্তু পাকিস্তানও যদি সরে দাঁড়ায়, তবে এটি আর বিশ্বকাপ থাকবে না- এটি কেবল আইপিএল হয়ে যাবে।’

লতিফ বলেন যে, ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা ক্রিকেটের বাইরেও মানুষের মনোযোগ আকর্ষণ করে, যার উদাহরণ হিসেবে তিনি জুনিয়র স্পোর্টস ও জ্যাভলিনের মতো অ্যাথলেটিকস ইভেন্টের কথা উল্লেখ করেন। ক্রিকেট বোর্ডগুলোর বৈশ্বিক সম্প্রচার স্বত্বের আয়ের ক্ষেত্রে ভারতের বাজার একটি বড় ভূমিকা পালন করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যদি পাকিস্তান নাম প্রত্যাহার করে, তবে সেই খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে।’ উপহাসের সুরে লতিফ বলেন, ‘কল্পনা করুন যদি উগান্ডা পাকিস্তানের স্থলাভিষিক্ত হয়, আহমেদাবাদে ভরা গ্যালারির সামনে ভারত বনাম উগান্ডা ম্যাচ হচ্ছে।’

 

আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad