আর্থিক ক্ষতির মুখে কোহলি রোহিতরা

Ayesha Siddika | আপডেট: ২০ জানুয়ারী ২০২৬ - ০৬:০৮:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডকে নতুন প্রস্তাব দিয়েছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। বোর্ড সূত্রে খবর, কেন্দ্রীয় চুক্তির এ+ ক্যাটেগরি তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন নির্বাচক প্রধান আগরকর। এই প্রস্তাব বোর্ড মেনে নিলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন চার ক্রিকেটার।

বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের এ+ ক্যাটেগরিতে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা ও জসপ্রীত বুমরাহ। সেই ক্যাটেগরি তুলে দিতে পারে বোর্ড। বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের পরবর্তী বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে। আগরকরদের প্রস্তাব বোর্ড মেনে নিলে এ, বি ও সি ক্যাটেগরি থাকবে।

এ+ ক্যাটেগরিতে থাকায় বছরে ৭ কোটি টাকা করে পেতেন চার ক্রিকেটার। তাঁদের এ ক্যাটেগরিতে নামিয়ে দিলে তাঁরা পাবেন ৫ কোটি টাকা করে। অর্থাৎ, ২ কোটি টাকা করে কম পাবেন চার ক্রিকেটার। আবার সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, রোহিত ও কোহলিকে একেবারে বি ক্যাটেগরিতে নামিয়ে দেওয়া হতে পারে। তেমনটা হলে বছরে ৪ কোটি টাকা কম পাবেন তাঁরা।

আগরকরদের এই প্রস্তাবের নেপথ্যে নির্দিষ্ট যুক্তি রয়েছে। এ+ ক্যাটেগরিতে সাধারণত তাঁদেরই রাখা হয় যাঁরা তিন ফরম্যাটেই নিয়মিত খেলেন। রোহিত ও কোহলি টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। এখন তাঁরা শুধু এক দিনের ক্রিকেট খেলেন। জাডেজা টেস্ট ও এক দিনের ক্রিকেট খেলেন। অর্থাৎ, তাঁরা কেউ তিন ফরম্যাটের ক্রিকেটার নন। বুমরাহ তিন ফরম্যাটে খেললেও নিয়মিত খেলেন না। তাঁকে মাঝেমধ্যেই বিশ্রাম দেওয়া হয়। তাই এই ক্যাটেগরি সরিয়ে দিতে বলেছেন আগরকরেরা।

শুধু চার ক্রিকেটার নন, সার্বিক কেন্দ্রীয় চুক্তিতেও বদল করতে পারে বোর্ড। সি থেকে বি ক্যাটেগরিতে আসতে পারেন অর্শদীপ সিংহ ও হর্ষিত রানা। উন্নতি হতে পারে শ্রেয়স আয়ার ও অভিষেক শর্মার। পাশাপাশি কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকা মহম্মদ শামি, রবি বিশ্নোই ও সরফরাজ় খান।

ভারতীয় বর্তমান কেন্দ্রীয় চুক্তির তালিকা:

এ+ ক্যাটেগরি (বার্ষিক ৭ কোটি)— বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরাহ।

এ ক্যাটেগরি (বার্ষিক ৫ কোটি)— মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, লোকেশ রাহুল, শুভমন গিল, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ।

বি ক্যাটেগরি (বার্ষিক ৩ কোটি)— সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর পটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আয়ার।

সি ক্যাটেগরি (বার্ষিক ১ কোটি)— রিঙ্কু সিংহ, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিশ্নোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পাটীদার, ধ্রুব জুরেল, সরফরাজ় খান, নীতীশ কুমার রেড্ডি, ঈশান কিশন, অভিষেক শর্মা, আকাশদীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।

সূত্র : আনন্দবাজার ডট কম

 

 

আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:০৫

▎সর্বশেষ

ad