মাটিরাঙ্গা জোনের মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্টিত।

Ayesha Siddika | আপডেট: ২০ জানুয়ারী ২০২৬ - ০৫:৩৬:৪৩ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইসারা রিজিয়ন এর  ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের  দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সামরিক, সরকারি/বেসরকারি প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার  (২০ জানুয়ারি)  সকাল ১০টার দিকে  মাটিরাঙ্গা জোন সদর দপ্তরে  জোনের  ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সংক্রান্ত মত বিনিময় সভায়  সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মাসুদ খান, পিএসসি।

এসময় মাটিরাঙ্গা জোনের  মেজর গাফফারজ্জামান, পিএসসি,গুইমারা আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক, মেহেদী হাসান  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য  মো.সহিদুল ইসলাম সুমন, মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.সাহেদ উদ্দিন,  মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মো.শরিফুল ইসলাম বিদ্যুৎ,মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মো.মাহবুবুল আলম, মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদ্বীপ কুমার,   মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম মজুমদার, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো.শাহাদাৎ হোসেন, উপজেলা জামায়ত ইসলামীর আমির মাওলানা আব্দুল জলিল,   জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক নুর আলম, পার্বত্য নাগরিক কমিটির মাটিরাঙ্গা উপজেলা সভাপতি মো.জালাল, মাটিরাঙ্গা ধলিয়া মৌজার  হেডম্যান চাইলা প্রু চৌধুরী, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো.জামাল উদ্দিন   সহ বিভিন্ন, দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ,হেডম্যান, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:৩০
▎সর্বশেষ

ad