
বিনোদন ডেস্ক : দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা পর্দায় যেমন, বাস্তব জীবনেও তেমনই দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। সম্প্রতি গোপনে বাগদান সেরে ফেলেছেন—এমন খবর ছড়িয়ে পড়তেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই জুটি।
সাম্প্রতিক এক আলাপচারিতায় রাশমিকাকে তার কথিত প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে আসন্ন বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। গুঞ্জনের জবাবে রাশমিকা বলেন, গত চার বছর ধরেই এই ধরনের আলোচনা চলছে এবং মানুষ একই প্রশ্ন বারবার করে যাচ্ছে। তবে তিনি স্পষ্ট করে জানান, বিষয়টি নিয়ে কথা বলার সময় এলে তবেই তারা মুখ খুলবেন।
রাশমিকার ভাষ্যমতে, ‘এই গুঞ্জন তো চার বছর ধরেই চলছে, তাই না? মানুষ একই প্রশ্ন বার বার করে যাচ্ছে, তেমনই সুখবরের জন্য অপেক্ষা করছে। কিন্তু আমি তখনই এই বিষয় নিয়ে কথা বলব, যখন সত্যি কথা বলার মতো সময় আসবে।’
ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ের আয়োজন হতে পারে।
২০২৫ সালের ডিসেম্বরে দম্পতির ঘনিষ্ঠ এক সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিল, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি রাজপ্রাসাদে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।
সূত্র আরও জানায়, বাগদানের মতোই বিয়ের অনুষ্ঠানও হবে ঘরোয়া, যেখানে উপস্থিত থাকবেন কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।
তবে এই গুঞ্জনের মাঝেই হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে রাশমিকা জানান, তিনি এখনই বিয়ে নিয়ে কোনো কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চান না। অভিনেত্রীর ভাষ্যমতে, ‘আমি বিয়ে নিয়ে কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চাই না। শুধু এটুকুই বলব—যখন বলার সময় আসবে, তখনই বলা হবে।’
প্রসঙ্গত, বাগদানের গুঞ্জনের পর বিজয় ও রাশমিকার আঙুলে দেখা গিয়েছে আংটি। সেই আংটি নিয়ে প্রশ্নের কোনো জবাব না দিলেও, আড়ালও করেননি। সাধারণ মানুষের চোখে ধুলো দিতে পারলেও পাপারাৎজিদের হাত থেকে রক্ষা পাননি বিজয় ও রাশমিকা। এবার তাদের বিয়ের অপেক্ষায় অনুরাগীরা।
আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/দুপুর ২:৪৪





