দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

Ayesha Siddika | আপডেট: ২০ জানুয়ারী ২০২৬ - ০৬:১৪:৩২ পিএম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘প্রথম প্রদীপ জ্বালো-মম হৃদয়ে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে তারাব উদ্দিন তালুকদার ফাউন্ডেশনের আয়োজনে, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা পদক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) দুপুরে দুই বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীদের মাঝে এ সামগ্রী প্রদান করা হয়।

বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে, গুজিরকোনা বালিকা উচ্চ বিদ্যালয় ও গুজিরকোনা উচ্চ বিদ্যালয় থেকে যারা ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেনীতে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে, তাদের প্রতিজনকে দুই হাজার টাকা শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

বিতরণপুর্ব আলোচনা সভায় স্কুলের প্রধান শিক্ষক বাসন্তী রানী সাহার সভাপতিত্বে, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপি‘র সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, আব্দুল মালেক তালুকদার, সাবেক প্রধান শিক্ষক শফি উদ্দিন আহমেদ, ফাউন্ডেশনের অন্যতম সদস্য সাংবাদিক জামাল তালুকদার, প্রধান শিক্ষক কেশব লাল চক্রবর্ত্তী প্রমুখ।

এসময় স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, স্কুলের অন্যান্য শিক্ষকগণ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। শিক্ষার্থী মীম আক্তার বলেন, আমরা ভালো ফলাফল করায় আমাদের যে সম্মাননা দেয়া হয়েছে, আমরা তারাব উদ্দিন তালুকদার ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ। আমরা সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাবো এবং ভালো ফলাফল করা অব্যাহত রাখবো। এই উপহার সামগ্রী পরবর্তি জীবনে ভালো ফলাফল করতে পাথেয় হয়ে থাকবে। আমরা এই ফাউন্ডেশনের সাফল্য কামনা করছি।

বক্তারা বলেন, অত্র এলাকার কৃতিসন্তান মরহুম তারাব উদ্দিন তালুকদারের সন্তান আমেরিকার নাগরিক, বিশিষ্ট শিক্ষানুরাগী হাবিবুল ইসলাম তালুকদার, যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না, শিক্ষার্থীদের ভালো ফলাফল করার উৎসাহ এবং অত্র এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিখরে পৌঁছে দেয়ার লক্ষে যে সহায়তা করে যাচ্ছেন আমরা তাকে সাধুবাদ জানাই।

সুদুর আমেরিকাতে বসবাস করেও শিক্ষা নিয়ে কাজ করে যাওয়ায় এবং শিক্ষার্থীদের নানা সহায়তা দেয়ায়, অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতজ্ঞতা এবং সকল পরীক্ষায় ভালো ফলাফল করার উৎসাহ যোগাবে বলে মতামত ব্যক্ত করেন। ক্রমান্বয়ে অত্র উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন, তারাব উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল ইসলাম তালুকদার।

 

 

আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:০৫

▎সর্বশেষ

ad