
মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :ওভারলোড ইট বোঝাই ট্রাকের চাপে আবারও ভেঙে পড়েছে ভূরুঙ্গামারীর ঐতিহ্যবাহী সোনাহাট সেতুর পাটাতন। এতে সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক বিভাগের কার্যকর তদারকি না থাকায় বারবার ঘটছেএমন ঘটনা।
সর্বশেষ ঘটনাটি ঘটে মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরের দিকে। সোনাহাট স্থলবন্দরের দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক সেতুর ওপর উঠলে অতিরিক্ত ওজন সহ্য করতে না পেরে সেতুর স্টিল কাঠামোর ওপর বসানো পাটাতন ভেঙে দেবে যায়। সেতুটির ধারণক্ষমতা যেখানে মাত্র ১০ টন,সেখানে ট্রাকটিতে ৩৯ টন মাল পরিবহন করা হচ্ছিল বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই সেতুর দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অফিসগামী মানুষ,শিক্ষার্থী, পরীক্ষার্থী এবং ব্যবসায়ীরা পড়েন চরম ভোগান্তিতে। অনেকেই বাধ্য হয়ে নৌকায় করে দুধকুমার নদী পার হচ্ছেন। বিশেষ করে সাপ্তাহিক গরুর হাট ও স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসার সঙ্গে জড়িত লোকজন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। স্থানীয়রা জানান, সোনাহাট স্থলবন্দর থেকে প্রতিদিনই পাথর ও অন্যান্য ভারী মালবোঝাই ট্রাক চলাচল করে। এসব ট্রাকের অধিকাংশই ওভারলোড হলেও কার্যকরভাবে তা নিয়ন্ত্রণ করা হয় না।
তাদের হিসাব অনুযায়ী, শুধু গত ছয় মাসেই অন্তত পাঁচবার সোনাহাট সেতুর পাটাতন ভেঙে পড়েছে। প্রতিবারই সাময়িকভাবে মেরামত করে যান চলাচল চালু করা হলেও অল্পদিনের মধ্যেই আবার একই অবস্থার সৃষ্টি হচ্ছে। একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, সেতুটি এমনিতেই পুরোনো ও ঝুঁকিপূর্ণ। তার ওপর ওভারলোড ট্রাক চলাচল বন্ধ না হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মানুষ পারাপার হচ্ছে। তারা দ্রুত স্থায়ী সংস্কার এবং ওভারলোড নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:১৫





