হ্যাটট্রিক জয়ের পর মার্শের সেঞ্চুরির কাছে হারল রিশাদরা

Mohon | আপডেট: ০১ জানুয়ারী ২০২৬ - ০৭:০৫:৫৮ পিএম

নিউজ ডেক্স : বিগব্যাশের অভিষেক ম্যাচে উইকেটের দেখা পাননি রিশাদ হোসেন। তবে হোবার্ট হারিকেনসের হয়ে ফিরতি চার ম্যাচে অন্তত একটি হলেও উইকেট পেয়েছেন বাংলাদেশের লেগস্পিনার। অবশেষে সেই হানিমুন পিরিয়ডের শেষ দেখলেন। বিগব্যাশ ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচ উইকেটশূন্য থেকেই শেষ করেছেন রিশাদ।

ওপেনিংয়ে নেমে মার্শ ১৭৫.৮৬ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ১১ চার ও ৫ ছক্কায়। বিপরীতে শেষ ওভারে সেঞ্চুরি পূর্ণ করতে ১৭ রান লাগা হার্ডি শেষ চার বলে ১১ নেওয়ায় তিন অঙ্ক আর স্পর্শ করা হয়নি। তাতে ৯৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয় তাকে। ৯ চারের বিপরীতে ৫ ছক্কা হাঁকান ২১৮.৬০ স্ট্রাইকরেটে।

বড় রান তাড়ার শুরুটা ভালো হওয়া দরকার। কিন্তু হোবার্টের হলো উল্টো। ৭০ রান পার না হতেই ৪ ‍উইকেট হারিয়ে বসে তারা। শেষ পর্যন্ত সবমিরিয়ে ৯ উইকেটে ১৮৯ রান করতে পারে বিগব্যাশের বর্তমান চ্যাম্পিয়নরা। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন নিখিল চৌধুরী। অন্যদিকে স্কর্চসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন অ্যাস্টন অ্যাগার। সেঞ্চুরির সঙ্গে ২ ক্যাচ নিয়ে যথারীতি ম্যাচসেরা মার্শ।

 

 

কুইক টিভি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ সন্ধা ৭:০৫

 

▎সর্বশেষ

ad