বিনোদন ডেক্স : নতুন বছরের প্রথম দিন নতুন গান নিয়ে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহতিম সাকিব। গানের শিরোনাম ‘একটাই পরিচয়’। এ গানে মাহতিমের সঙ্গে দ্বৈত গেয়েছেন ইমু। এটি লিখেছেন এন আই বুলবুল। তামিম ইসলামের সুরে এটির সংগীত পরিচালনা করেছেন এমএমপি রনি।

গানটির ভিডিও পরিচালনা করেছেন খালেদ সাইফুল্লাহ। এটি শিল্পী ইমুর ইউটিউব চ্যানেলে আজা (বৃহাস্পতিবার) সন্ধ্যা ৭টায় প্রকাশ হয়েছে। নতুন গানটি প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, “গানটি আমার সঙ্গে ইমু দ্বৈত গেয়েছেন।
নতুন হলেও তিনি অনেক ভালো করেছেন। রোমান্টিক কথার এই গানটির সুর শ্রোতাদের মনে দাগ কাটবে আশা করছি। নতুন বছরে আমার ‘একটাই পরিচয়’ হোক সবার জন্য উপহার।” শিল্পী ইমু বলেন, ‘এটি আমার নতুন বছরে প্রথম মৌলিক গান।
নিজের মৌলিক গান দিয়ে নতুন বছর শুরু করলাম। চলতি বছরে আরো কয়েকটি মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে আসব। মৌলিক গানেই নিজেকে পরিচিত করতে চাই।’
কুইক টিভি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ সন্ধা ৭:১৯






