মুক্তি পেয়েছে মাহতিম সাকিবের নতুন গান

Mohon | আপডেট: ০১ জানুয়ারী ২০২৬ - ০৭:২০:২০ পিএম

বিনোদন ডেক্স : নতুন বছরের প্রথম দিন নতুন গান নিয়ে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহতিম সাকিব। গানের শিরোনাম ‘একটাই পরিচয়’। এ গানে মাহতিমের সঙ্গে দ্বৈত গেয়েছেন ইমু। এটি লিখেছেন এন আই বুলবুল। তামিম ইসলামের সুরে এটির সংগীত পরিচালনা করেছেন এমএমপি রনি।

গানটির ভিডিও পরিচালনা করেছেন খালেদ সাইফুল্লাহ। এটি শিল্পী ইমুর ইউটিউব চ্যানেলে আজা (বৃহাস্পতিবার) সন্ধ্যা ৭টায় প্রকাশ হয়েছে। নতুন গানটি প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, “গানটি আমার সঙ্গে ইমু দ্বৈত গেয়েছেন।

 

 

 

কুইক টিভি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ সন্ধা ৭:১৯

▎সর্বশেষ

ad