২০২৬ নির্বাচনে গণতন্ত্রের উৎসব চান বার্সেলোনা সভাপতি

Mohon | আপডেট: ০১ জানুয়ারী ২০২৬ - ০২:০৫:৩১ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালটি বার্সেলোনার জন্য ছিল বেশ সফল। এই বছরে ক্লাবটি জিতেছে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ। নতুন কোচ হানসি ফ্লিকের অধীনে দলটি দারুণ ছন্দে ছিল। শুধু তাই নয়, চলতি মৌসুমেও লিগ শিরোপা ধরে রাখার পথে আছে বার্সেলোনা। লা লিগার পয়েন্ট টেবিলে তারা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টে এগিয়ে রয়েছে।

তবে ২০২৬ সালটা বড় চ্যালেঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে বার্সার সামনে। এই বছরই যে ক্লাবটির সভাপতি নির্বাচন। আর সেই নির্বাচন নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেছেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। তিনি নিজেও আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তিনি শুধু নিজের জয় নয়, একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার কথাই বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘আমি আশা করি, এফসি বার্সেলোনার সভাপতির নির্বাচন হবে গণতন্ত্রের এক উৎসব, যেখানে সদস্যদের অংশগ্রহণ হবে ব্যাপক।’

এই চাওয়াটা অবশ্য লাপোর্তার আশার তালিকায় আছে দুই নম্বরে। তার প্রথম চাওয়া আগের বছরের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা। ক্লাব সভাপতি জানিয়েছেন, ২০২৬ সালেও তিনি আরও সাফল্য চান। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘নতুন বছরে আমি চাই, এই মৌসুমে আমরা যেন ভালো খেলতে থাকি এবং আরও শিরোপা জিতি, যাতে সারা বিশ্বের বার্সেলোনা সমর্থকেরা খুশি থাকে।’

লাপোর্তার প্রথম চাওয়া তাই স্পষ্ট। তিনি চান মাঠের সাফল্য চলুক। বার্সেলোনা যেন স্পেনের সেরা দল হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করে। কোচ ফ্লিকের দলকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও তাই বেশ বড়। লাপোর্তার তৃতীয় চাওয়া ছিল আরও সাধারণ। তিনি পুরো বিশ্বের জন্য শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেছেন। সভাপতি বলেন, ‘আমি চাই, সারা বিশ্বে শান্তি ও সংহতি থাকুক এবং সবাই সুস্থ থাকুক।’

 

 

কুইক টিভি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ দুপুর ২:০৪

▎সর্বশেষ

ad